বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বাউফল : পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের ছুরিকাঘাতে মো. আল-আমিন মৃধা (৩৪) নামে ভাই খুন হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় এই ঘটনা ঘটে। সম্পর্কে তারা চাচাতো ভাই। নিহত আল-আমিন আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ মাদবপুর গ্রামের বাসিন্দা মো. শানু মৃধার ছেলে। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে চাচা মোতালেব মৃধা ও চাচাতো ভাই লাবিব মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কের পাশে শানু মৃধা ও সাবেক সেনা সদস্য মোতালেব মৃধার পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। আল-আমিন স্থানীয় ভেকু ব্যবসা করার কারণে সাবেক সেনা সদস্য মোতালেব মৃধা বিরোধীয় জমি ভোগদখল করতে পারতো না। সন্ধ্যায় মিলঘরের চায়ের দোকান থেকে চা পান করে বাড়ি ফেরার পথে আগে ওৎ পেতে থাকা চাচাতো ভাই মামুন, জাহিদ, আসাদুল, শাকিল, মতলেব, জাফর ছুরিকাঘাত করে আল-আমিনকে। পরে স্থানীয়রা আল-আমিনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাউফল থানার কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে চাচা মোতালেব মৃধা ও চাচাতো ভাই লাবিব মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply