বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালের মাধবপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পাংশা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় দুই নারীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত সাত্তার মোল্লা গং। অসংখ্য অপকর্মের হোতা ও একাধিক মামলার আসামী সাত্তার মোল্লার বিরুদ্ধে এলাকায় রয়েছে অন্তহীন অভিযোগ। হামলায় আহতরা হলো রানু বেগম (৬০) ও ভুলু বেগম (৫৫)। এদেরকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল বিমানবন্দর থানাধীন মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামের জলিল নেগাবানের বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে।
আহতদের পরিবারের অভিযোগ-এলাকায় ভূমি সন্ত্রাসী হিসেবে পরিচিত সাত্তার মোল্লা নানাবিধ কুটকৌশলের মাধ্যমে অপরের সম্পত্তি জবর দখল করে নিতে ব্যস্ত। এলাকার সাধারন মানুষ এই সাত্তার মোল্লা গংদের অত্যাচারে অতিষ্ট। প্রতিবাদ করলে সাত্তার মোল্লার সংঘবদ্ধ চক্র হামলা চালিয়ে প্রতিবাদকারীদের বাড়ি-ঘর ভাঙচুর, লুটপাট সহ বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন চালিয়ে আসছে।
সূত্র জানায়, রানুদের পরিবারের ওয়ারিশ ও ক্রয় কৃত দলিল মূলে সম্পত্তির দিকে অনেক আগ থেকে লোলুপ দৃষ্টি পড়েছে সাত্তার মোল্লা গংদের। তাদের বিশাল সম্পত্তি জোরপূর্বক লুটেপুটে খেতে নানাবিধ ষড়যন্ত্রের জাল বিস্তার করে চলছে। একের পর এক দফায় দফায় রানুদের পরিবারের ওপর হামলা চালানো হচ্ছে। এমনকি তাদের বাড়ি-ঘর জ্বালিয়ে পুড়েয়ে মেরে ফেলারও হুমকি দিয়ে আসছে চক্রের সদস্যরা। চক্রের অত্যাচারে অতিষ্ট হয়ে জীবনের চরম নিরাপত্তাহীনতার মাঝে বসবাস করছেন হামলার শিকার পরিবার।
আহতদের পরিবার সূত্র বলছে-মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭ টায় বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা মাধবপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাংশা গ্রামের জলিল নেগাবানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। সকাল ৭ টায় হত্যার উদ্দেশ্যে রানু ও তার বোনের ওপর বর্বর কায়দায় হামলা চালায় একই এলাকার মৃত ইশরাক আলী মোল্লার পুত্র সত্তার মোল্লা। হামলাং অংশ নেয় সাত্তার মোল্লা, আনোয়ার, নুরে আলম, মিন্টু ও রবিউল। হামলায় শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়।
খোঁজ নিয়ে জানা যায, সাত্তার মোল্লার দখল সন্ত্রাসের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবার বরিশাল দেওয়ানী আদালতে ভূমিদস্যু সাত্তার মোল্লা গংদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার নং ২৫০। এরফলে আসামিরা আরো ক্ষিপ্ত হয়ে তেলেবেগুনে জ্বলে উঠে হত্যার ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেয়। এরইপরিপ্রেক্ষিতে বরিশাল নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা দায়ের করেন ভুলু বেগম। যার নং ৮৮/২৩, তারিখ ২৩/০৭/২৩। দায়েরকৃত মামলায় আসামিরা আদালতে মোচলেকা দিয়ে বাড়ি ফিরে এসে ফের হামলা চালিয়ে জখম করে। এরআগে হত্যার হুমকি দেয় সাত্তার গং। এতে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। যার নং ২৮৮ তারিখ : ৭/০৫/২৩।
ভুক্তভোগী পরিবারের সদস্য ব্যবসায়ী আনিচ বলেন, সাত্তার এলাকায় সন্ত্রাস প্রকৃতির হিসেবে পরিচিত। অপরের সম্পত্তি জোরপূর্বক দখল করার পাঁয়তারায় সার্বক্ষনিক মত্ত থাকে সে। তার বিরুদ্ধে এলাকাবাসীর রয়েছে অন্তহীন অভিযোগ। এলাকায় একের পর এক অন্যায়-অপকর্ম চালিয় আসছে। সাত্তার গংদের জিম্মিদশা থেকে মুক্তি পেতে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আশু দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সকল অভিযোগ অস্বীকার করে সাত্তার মোল্লা বলেন, আমার বিরুদ্ধে এলাকায় কারো কোন অভিযোগ নেই। আমি কোন অপকর্মের সঙ্গে যুক্ত নই। আমি কারো সম্পত্তি ভোগ দখল করিনি এবং ভোগ দখলের চেষ্টাও করি নাই। আর আমি কোন হামলার সঙ্গে জড়িত নই। এসব আমার বিরুদ্ধে মিথ্যাচার চালানো হচ্ছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply