বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই হাজার তিন পিস ইয়াবাসহ সালমা (৪১) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৫ টার দিকে কোতোয়ালি মডেল থানাধিন দপদপিয়া ব্রিজ সংলগ্ন সুগুনা ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এর সম্মুখে বরিশাল টু কুয়াকাটা গামী মহাসড়কের উত্তর পাশে সড়কের উপর ঢাকা থেকে আগত যমুনা লাইন পরিবহন যা রেজি নং ঢাকা মেট্রো- ব-১২-২২২৯ যাত্রীবাহী বাসের বি-১ আসন হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মো: এনায়েত হোসেন সহকারি পরিচালক উক্ত অভিযানের নেতৃত্ব প্রদান করে।
সূত্র জানায়, সালমা(৪১)(গ্রেফতার), স্বামি: কাশেম, মাতা: সুর্য ভানু, সাং- চার চাপলি, ৭ নং ওয়ার্ড, ইউপি -ধূলাশার, থানা মহিপুর, জেলা – পটুয়াখালী।
মাদককারবারীর বিরুদ্ধে এস আই মু, আ: মজিদ বাদি হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply