বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বরিশালের বাকেরগঞ্জের ১৪নং নিয়ামতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য ফোরকান মৃধাকে নানা ধরণের হুমকি-ধামকি দিচ্ছে বলে অভিযোগ করে ইউনিভার্সেল নিউজকে বলেন, আমার ভাই শাহজাহান মৃধার জামাই আবু তালেব এবং পলাশ সেলফোনে আমাকে হুমকি দিয়ে আসছে। পলাশ হুমকি দিয়ে বলেন, তোদের আমি এক ঘন্টার মধ্যে শেষ করে দিতে পারি। যা আমার সেলফোনে রেকর্ড রয়েছে। এরা আমাকে বিভিন্ন কায়দায় হয়রানি করতেছে। সাবেক এই ইউপি সদস্য বলেন, আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে আবু তালেব ও পলাশ। তারা অব্যাহতভাবে আমাকে হুমকি দিচ্ছে। এতে আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে জীবনের চরম নিরাপত্তাহীনতার মাঝে বসবাস করছি। যেকোন সময় ওরা আমার বড় ধরণের ক্ষতি করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে। এদের হয়রানি থেকে আমি মুক্তি চাই। এ বিষয়ে আমি আইন শৃঙ্খলা বাহিনীর আশু দৃষ্টি কামনা করছি।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply