বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, মনিরুল ইসলাম শাহিন : পটুয়াখালীতে ৯ বছর পর পৌর শাখা ছাত্রলীগের কর্মীসভায় বক্তারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখা সহ ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা’র বিজয় অর্জনে ছাত্রলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শনিবার (৭ অক্টোবর) বেলা ১১ টায় জেলার ঐতিহ্যবাহী পটুয়াখালী সরকারী জুবিলী স্কুল মাঠে কর্মী সভায় বক্তারা এসব কথা বলেন। কর্মীসভায় বৃষ্টির মধ্যে ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়ে শ্লোগানে শ্লোগানে এলাকা মুখরিত করে তোলে।
পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি খলিলুর রহমান খলিল, জেলা ছাত্রলীগের সহ- সভাপতি হৃদয় আশীষ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ নাসির হাওলাদার। এছাড়া বক্তব্য রখেন জেলা ও পৌর শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এই অক্টোবর মাসেই জামাত ও বিএনপির নেতাকর্মীরা রাজনীতির নামে অপরাজনীতি শুরু করবে। এজন্য ছাত্রলীগকে সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে। এছাড়া উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানানো হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply