বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালের মুলাদী উপজেলার ঐতিহ্যবাহি কাজীরচর খাসেরহাট ইসলামিয়া এতিমখানার ভবনটি জরাজীর্ন অবস্থায় জীবনের ঝুকি নিয়ে শত শত ছাত্র বসবাস করে আসছে। ঝুঁকিপূর্ণ এই ভবনটিতে বসবাসের অযোগ্য হয়ে পড়ায় এতিমখানার শিক্ষকরা সরকারের কাছে এখানে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।
কাজীরচর খাসেরহাট ইসলামিয়া এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা জামাল উদ্দিন ইউনিভার্সেল নিউজকে বলেন, অত্যন্ত সুনামের সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। এখানে শত শত এতিম, দুস্থ ছাত্ররা পড়ালেখা করছে। এতিমখানার ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ন অবস্থায় রয়েছে। তিনি বলেন, ভাঙ্গাচুরা, এককথায় পরিত্যক্ত ভবনে শত শত এতিম অসহায় ছাত্র বসবাস করছে। এখানে নতুন ভবন নির্মাণ করা জরুরী হয় পড়েছে।
এজন্য সরকারের দায়িত্বশীল ব্যক্তি/প্রতিষ্ঠানের আশু দৃষ্টি কামনা করেছেন এতিমখানার শিক্ষকরা।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply