বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল নগরীর পোর্টরোডে প্রতিবেশী কালাম খানের পৈত্রিকভিটা দখল করে দীর্ঘ ৩১ বছর আগের প্লানের ওপর চলতি বছরে ঝুঁকিপূর্ণ বহুতল ভবন নির্মাণ কাজ চালিয়ে আসায় ভুক্তভোগী পরিবার সহ স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। প্রতিবেশী কালাম খানের পৈত্রিকভিটা দখল করে দীর্ঘ ৩১ বছর আগের প্লানের ওপর চলতি বছরে ঝুঁকিপূর্ণ বহুতল ভবন নির্মাণ কাজ চালিয়ে আসায় ভুক্তভোগী পরিবার সহ স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী কালাম খান অভিযোগ করে বলেন, ক্ষমতার দাপুটে শক্তিতে খাস সম্পত্তির ওপর বহুতল ভবন নির্মাণ কাজ চালিয়ে আসছেন সাব রেজিস্ট্রার অসীম কল্লোল। তিনি বলেন, খাস সম্পত্তিতে ভুয়া দলিলে ১৯৯১ সালের প্লানের ওপর নিমার্ণাধীন ভবনে চলতি বছরে (২০২৩) পুরানো কলামে ৪টি ছাদ দিয়েছে। এজন্য আমরা ঝুঁকির মধ্যে রয়েছি। ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ করায় এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগও দেওয়া হয়। কিন্তু কোন ধরণের প্রতিকার মিলেনি।
প্রতিবেশীরা বলেন, অসীম কল্লোল ক্ষমতার দাপটে ৩১ বছর আগে একতলা প্লানের ওপর চলতি বছর বহুতল ভবন নির্মাণ করায় আমরা প্রতিবেশী বাসিন্দারা ঝুঁকির মধ্যে আছি। বেশ কিছুদিন আগে সিটি কর্পোরেশনের লোক এসে কাজ বন্ধ করে দিয়েছিল। এর কয়েকদিন পর ম্যানেজ প্রক্রিয়ায় নতুন করে কাজ চালিয়ে আসছে। সাব রেজিস্ট্রার অসীম কল্লোল এখানে আসেন না, তবে তিনি রাতে রাতে এখানে এসে কাজ করিয়ে চলে যান।
ঠিকাদার রাজ্জাকের কাছে এসব বিষয় জানতে চাইলে তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে বলেন, এসব বিষয়ে ভবন মালিক সাব রেজিস্ট্রার অসীম কল্লোল জানেন। তাঁর কাছ থেকে আপনারা জানেন।
এসব বিষয়ে সাব রেজিস্ট্রার অসীম কল্লোলের কাছে জানতে চাইলে তিনি উদ্ধত্যপূর্ণ আচরণ করে দাম্ভিকতার সুরে হুঙ্কার দিয়ে ইউনিভার্সেল নিউজকে বলেন, এটার প্লান একশ বছর আগের। এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এদিকে, এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক, বরিশাল সিটি মেয়র সহ সংশ্লিষ্ট দায়িত্বশীল দপ্তরের আশু দৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার সহ প্রতিবেশী বাসিন্দারা।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply