বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বাউফলের কাশিপুরে শিশু হত্যা মামলার অন্যতম আসামী হাফেজ মাওলানা জিকুরুল্লাহ”র বিরুদ্ধে এলাকাবাসীর রয়েছে অন্তহীন অভিযোগ। কাশিপুর আল ইয়াসিন এতিমখানা প্রতিষ্ঠা করে এতিম-অসহায়-দুস্থদের শিশুদের পুঁজি সমাজকল্যানের বরাদ্ধ এনে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করে। পাশাপাশি এই শিশুদের দিয়ে তার বাসার কাজ থেকে শুরু এদের ব্যবহার বিভিন্নস্থান থেকে অর্থ উত্তোলন করে নিজেই গলাধকরন করে আসছে।
সূত্রগুলো বলছে, স্থানীয় হাসান প্যাদার ছেলে আরাফতকে এতিমখানায় হত্যা করে হাফেজ মাওলানা জিকুরুল্লাহ ও তার ভাই কাওসার মল্লিক। এ বিষয়ে জিকুরুল্লাহ ও তার ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরও করা হয়। শিশু হত্যার কারনে এতিমখানার সরকারী অনুদান বন্ধ হয়ে যায়। হত্যা মামলা মাথায় নিয়ে এতিমখানা চলমান রেখে এখনও বীরদর্পে দাপিয়ে বেড়াচ্ছে জিকুরুল্লাহ। স্থানীয়রা এই ভণ্ড জিকুরুল্লাহকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply