বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, মনিরুল ইসলাম শাহিন, বাউফল : পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বৃহস্পতিবার তাকে নির্বাচিত ঘোষণা করেন। পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া ২১ অক্টোবর মারা গেলে আসনটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন আসনের তফসিল ঘোষণা করে।
ঘোষিত তফসিল অনুযায়ী গত ১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন মান্নান জেলা রিটার্নিং অফিসারের কাছে একাই মনোনয়নপত্র দাখিল করেন। ২ নভেম্বর ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন আর ৯ নভেম্বর ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। ১০ নভেম্বর প্রতীক বরাদ্দ এবং ২৬ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠানের দিন ধার্য করে নির্বাচন কমিশন।
এ আসনের উপনির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বেসরকারিভাবে অ্যাডভোকেট আফজাল হোসেনকে জাতীয় সংসদ সদস্য ঘোষণা করেন। বৃহস্পতিবার ৯ নভেম্বর বিকেল ৪টার দিকে তাকে পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচনের জাতীয় সংসদ সদস্য হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে এক গণবিজ্ঞপ্তি জারি করেন।
ইউনিভার্সেল নিউজ, মনিরুল ইসলাম শাহিন, বাউফল : পটুয়াখালীর বাউফলে বিভিন্ন সময় ডাকাতির সাথে সম্পৃক্ত সাত ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ নভেম্বর) মাদারিপুর, বরিশাল এবং বাউফল উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বিকেলে পটুয়াখালী পুলিশ অফিসে অয়োজিত প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম জানান, সাম্প্রতিক সময় বাউফল উপজেলায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। এরইপ্রেক্ষিতে পুরো বিষয়ে তদন্তে নামে জেলা পুলিশ। এরইধারাবাহিকতায় মঙ্গলবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি ডাকাত চক্র ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাসে করে পটুয়াখালী জেলায় আসছে। এমন তথ্যের ভিত্তিতে পটুয়াখালী জেলা পুলিশের একটি টিম মাদারিপুর জেলার রাজৈর থানার সামনের মহাসড়কে অভিযান চালিয়ে চার ডাকাতকে আটক করে।

এরা হচ্ছেন কালাইয়ার বাচ্চু সরদার, কনকদিয়া এলাকার উজ্জল হোসেন, পূর্ব কালাইয়ার জুলহাস মাতব্বর ওরফে জুলফু ডাকাত এবং পিরোজুপর এলাকার ইন্দুরকানি এলাকার নজরুল শেখ। আটক হওয়া ডাকাতদের দেয়া তথ্য মতে, রাতেই ডাকাত দলের সর্দার বরিশাল গৌরনদী এলাকার সোলায়মান হোসেন রনির বাড়িতে অভিযান চালালে রনি গোপন সুরঙ্গ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে মাদারীপুর ও ফরিপুর জেলা পুলিশকে ডাকাত সর্দার সম্পর্কে তথ্য দিলে তারা মাহাসড়কে চেক পোস্ট স্থাপন করে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলা পুলিশ রনিকে আটক করতে স্বক্ষম হয়। পরবর্তীতে বাউফলে ডাকাত দলকে আশ্রয়দাতা কলাইয়া এলাকার ২নং ওয়ার্ডের মো. আমিনুল ইসলাম এবং সুমন হোসেনকে আটক করা হয়। এসময় তাদের বাড়ি থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি লক কাটার, চারটি রামদা এবং দুটি শাবল উদ্ধার করা হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply