বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নে আজম মুনশী গড়ে তুলেছে ‘সিলভার’ তৈরির অবৈধ কারখানা। এতে পুরো এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। কারখানায় কাজ চলার সময় এর আশে-পাশে লোকজন চলাফেরা করতে পারে না।
কারখানায় সিগারেটের প্যাকেটের ভেতরের সোনালি রঙের কাগজ, চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট স্তুপ করে আগুনে পুড়িয়ে তরল পদার্থ তৈরি করা হয়। সেই তরল পদার্থ ডাইসে ফেলে ঠান্ডা করে তৈরি করা হচ্ছে সিলভারের প্লেট। এ যেনো দেখার কেউ নেই। নিরব পরিবেশ অধিদপ্তর সহ শংশ্লিষ্ট দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো।
এ বিষয়ে সেলফোনে আজম মুনশীর কাছে জানতে চাইলে তিনি অভিযোগের প্রসঙ্গে এড়িয়ে সন্ত্রাসী স্টাইলে কথা বলেন। এরপর
এ বিষয়ে চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন রিয়াদ’র ই্উপি কার্যালয়ে গিয়ে আজম মুনশীর অবৈধ কারখানা এবং সন্ত্রাস প্রকৃতির আচার আচরণের বিষয়ে অবহিত করা হয়। বিষয়টি শুনে চেয়ারম্যা্ন হতবাক হন। তিনি বলেন, ওতো আমাদের তরিকার লোক না (অর্থাৎ বিএনপি-জামায়াতপন্থী)। তাৎক্ষনিক চেয়ারম্যান নিজে বেশ কয়েকবার আজম মুনশীকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। এরপর চেয়ারম্যান অপর এক জনকে দিয়ে আজমকে ফোন দেওয়া হলেও তাও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে চেয়ারম্যান বলেন, বিষয়টি আমি দেখব।
স্থানীয় সূত্রগুলো বলছে, আজম মুনশীর সন্ত্রাস প্রকৃতির। এলাকায় বিভিন্ন ধরণের অপকর্মের সঙ্গে যুক্ত রয়েছে। তার ভয়ে এলাকার শান্তিপ্রয় নারী-পুরুষ মুখ খুলতে নারাজ। সূত্র বলছে- আজম মুনশী বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। বিভিন্ন ধরণের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে আজম মুনশী সম্পূক্ততা রয়েছে। এই আজম মুনশীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply