বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, মনিরুল ইসলাম শাহিন, বাউফল : পটুয়াখালী-২ বাউফল আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী মাঠে নৌকা মার্কার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম ফিরোজ’র বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী বীর উত্তম সামসুল আলম তালুকদারের পুত্র আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হাসিব আলম তালুকদার। পটুয়াখালী ২ আসনে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নতুন মুখ হাসিব আলম সাংবাদিকদের বলেছেন, আমি একজন ব্যক্তির বিপক্ষে নির্বাচনে লড়ছি। বাউফলকে চেঞ্জ করার জন্য, বাউফলের মানুষের আশা আকাঙ্খাকে পূরণ করার জন্য তারাই আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। তারাই আমাকে মনোনয়ন নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে। তাদের প্রতিশ্রুতি পূরণ করার জন্যই আমি লড়ব।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে উপস্থিত নেতাকর্মীদের মাঝে দোয়া মিলাদের আয়োজন করে বেলা ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজীর কাছে মনোনয়নপত্র জমা দেন আ.স.ম ফিরোজ।
অপরদিকে, দুপুর দুইটার দিকে স্বতন্ত্র প্রার্থী হাসিব আলম তালুকদার নিজ বাসভবন বগাতে দোয়া ও মিলাদের আয়োজন করে তার নেতাকর্মীদের নিয়ে বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ এসে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজীর কাছে মনোনয়নপত্র জমা দেন। একই দিনে এ আসনে জাতীয় পার্টির মহসিন হাওলাদার ও স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মাদ হাওলাদার মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. বশির গাজী বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ ৪জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, বিপুল সংখ্যক কর্মী সমর্থকেরা উপজেলা পরিষদ চত্বরে ভিড় জমান। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা পরিষদসহ উপজেলা শহরের গুরুত্ব পূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply