বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল নগরীর নাজিরের পুল লাগোয়া কাউনিয়া প্রধান সড়কের লোকনাথ মন্দিরের বিপরীত পাশের এক বাসায় সন্ত্রাসী হামলা চালিয়ে এক বৃদ্ধাকে মারধর, মালামাল ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সম্পত্তি জবর করার পাঁয়তারায় প্রতিবেশী তপন সেন ও তার পরিবারের সদস্যরা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বলে অভিযোগ করেন হামলার শিকার পরিবার।
হামলায় আহত বিধবা বৃদ্ধা শৈল রানী বাড়ৈ বলেন, শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮ টার দিকে প্রতিবেশী তপন সেন, তার স্ত্রী, ছেলে ও মেয়ে মিলে আমার বাসায় হামলা চালিয়ে মালামাল ভাঙচুর করে। এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে ওরা মারধর করে সাথে থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। হামলার সময় তপন সেনের ছেলে রিপু সেন আমাকে লাথি মারে অশ্রুসিক্ত কন্ঠে বলেন বৃদ্ধা শৈল রানী।
পরিবারের সদস্যরা বলেন, তপন সেন চরম ধুরন্ধর। এলাকায় তিনি ভূমিদস্যু হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে এলাকাবাসীর রয়েছে অন্তহীন অভিযোগ। এরআগেও তপন সেনের নেতৃত্বে আমাদের বাসায় হামলা চালিয়েছে। একের পর এক ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপকর্ম করে পাড় পেয়ে যাচ্ছেন তিনি। ভূমিদস্যু তপন সেনের লাগাম টেনে ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আশু দৃষ্টি কামনা করেছেন হামলার শিকার পরিবারের সদস্যরা।
এদিকে, শুক্রবার মধ্যরাতে কাউনিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply