বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের নেজারত অব ডেপুটি কালেক্টরকে (এনডিসি) হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে কার্যালয়ের এনডিসির কক্ষে এই ঘটনা ঘটে। আটক যুবক মেহেদি হাসান অভি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি গ্রামের বাসিন্দর ট্রাফিক পুলিশের অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক মুজিবুর রহমানের ছেলে।
জেলা প্রশাসক শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, একজন যুবক আমাদের অফিসে এসে কর্মকর্তাদের হুমকি দিয়েছে দায়িত্ব পালনের ক্ষেত্রে। বিষয়টি যেহেতু আইনগত বিষয়, তাই আমরা তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানাকে অবহিত করি। থানা পুলিশের সদস্যরা এসে ওই যুবককে তাদের হেফাজতে নিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখবে।
বিষয়টিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে জেলা প্রশাসক বলেন, সরকারি অফিসে এসে কেউ যদি হুমকি দেয় সেটা তো সরকারি কাজে বাধা দেওয়ার শামিল। আর হুমকি বলতে ওই যুবক বিভিন্ন ধরনের অসংলগ্ন কথাবার্তা বলেছে, যা কাম্য নয়। পুলিশ পুরো বিষয়টি যাচাই-বাছাই করে দেখছে।
কি ধরনের হুমকি জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ওই যুবক বিভিন্ন ধরনের অসংলগ্ন কথাবার্তা বলেছে। দায়িত্ব পালন নিয়ে বিভিন্ন ধরনের অসংলগ্ন কথা বলেছে।
আটক যুবক অভি সাংবাদিকদের জানান, প্রাক-প্রাথমিকে শিক্ষক নিয়োগের একটি পুনঃতদন্তের বিষয়ে খোঁজ নিতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে যান। এরপর সেখানের ২২২ নম্বর কক্ষে জেনারেল সার্টিফিকেট অফিসার অং মাচিং মারমার কাছে যান তিনি। ওই কক্ষে কথা বলার সময় বাগবিতণ্ডার একপর্যায়ে সেখানে থাকা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অংছিং মারমা তাকে (অভি) একটি চড় দেয়। তিনিও তাকে পাল্টা একটা চড় মারেন। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীরা তাকে ধরে একটি কক্ষে নিয়ে বেদম মারধর করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত অব ডেপুটি কালেক্টর (এনডিসি) অংছিং মারমা গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক জানান, অবৈধভাবে ডিসি অফিসের সার্টিফিকেট শাখায় ঢুকেছিলেন ওই যুবক। সেখানে তিনি অফিসিয়াল আইনবিরোধী কোনো কর্মকাণ্ড করেছেন। সেখানকার কর্তৃপক্ষ তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply