বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
গৌতম কুমার/মাসুদুল আলম অপু, স্বরূপকাঠি : স্বরূপকাঠিতে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে অতিথি করা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি চেয়ারম্যান ও তার সমর্থকদের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের ৪২ নং কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর সিকদারকে অতিথি করা নিয়ে ওই ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে নিহত সাবেক চেয়ারম্যান শেখর সিকদারের সমর্থকরা উত্তেজিত হয়ে কুড়িয়ানা বাজারের একটি অফিস ঘরে, দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ও বর্তমান চেয়ারম্যানের এক সমর্থকের বাড়িতে ভাংচুর চালিয়েছে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য এলাকায় স্থানীয় পুলিশের সাথে র্যাব, অতিরিক্ত পুলিশ, ডিবি পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় আহত সংগ্রাম বিশ্বাস জানান, ওই ইউনিয়নের ৪২ নং কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারের নামের পূর্বে সাবেক চেয়ারম্যান শেখর সিকদারকে অতিথি করা হয়। এ নিয়ে ওই দিন সকালে কুড়িয়ানা বাজারে দুই চেয়ারম্যান ও তাদের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারের উপস্থিতেতে তার সমর্থক শংকর সরকার, পংকজ সরকার, শান্তি বড়াল, মনি বড়াল, স্বাধীন হালদার, ভুলু মৈত্র ও সঞ্জিব মৈত্র সহ তাদের অনুসারী কয়েকজন সাবেক চেয়ারম্যান শেখর সিকদার ও তার সমর্থকদের উপর হামলা করে। হামলায় সাবেক চেয়ারম্যান শেখর সিকদার, তার ভাই শংকর সিকদার, সমর্থক সজল সিকদার, বিজয় হালদার ও সংগ্রাম বিশ্বাস আহত হয়। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেখর সিকদারকে মৃত ঘোষনা করেন। সেখান থেকে লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে, মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে নিহত চেয়ারম্যান শেখর সিকদারের সমর্থকরা কুড়িয়ানা বাজারের অফিসঘর, চেয়ারম্যান মিঠুন হালদারের সমর্থক স্বাধীন হালদারের ব্যবসায়িক ভবন মাতৃ নীড়ে ও আরেক সমর্থক রুবেল এর বসত ঘরে ব্যাপক ভাংচুর চালায়। এসময় তারা একটি মোটর সাইকেলও দুমড়ে মুচড়ে দেয়। পরে তারা চেয়ারম্যান মিঠুন হালদার ও তার সমর্থকদের বিচার দাবী করে ওই বাজারে একটি বিক্ষোভ মিছিল করে। ঘটনার পরপরই পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন, নেছারাবাদের ইউএনও মনিরুজ্জামান, সহকারি পুলিশ সুপার সাবিহা মেহেবুবা ও নেছারাবাদ থানার ওসি গোলাম ছরোয়ারের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চেয়ারম্যান মিঠুন হালদারের সমর্থক ব্যবসায়ী স্বাধীন হালদারকে আটক করেছে।
এ ব্যাপারে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন বলেন, এখানকার একটি স্কুলের প্রোগ্রাম নিয়ে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ সৃষ্টির কারনে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা প্রশাসনের একটি ট্রাস্কফোর্স গঠন করে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছি বাকি আসামীদেরকে শনাক্ত করা হয়েছে তাদের গ্রেফতারে অভিযান চলছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply