বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বরিশাল নগরীর ডেফুলিয়া সোনামিয়ার পোল বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন (২০২৪) সম্পন্ন হয়েছে। দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ১০২ ভোট পেয়ে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ছালাম শিকদার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি হন নাসির উদ্দিন। তিনি ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৭২ ভোট পেয়েছেন। এবং মই প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ (১৮৪) ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শফিকুল ইসলাম (শিপন)। এরআগে বাজার কমিটির সাবেক সফল সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
শুক্রবার (৮ মার্চ) সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। এরপর ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।
নবনির্বাচিত সভাপতি ছালাম শিকদার ইউনিভার্সেল নিউজকে বলেন, আমি ব্যবসায়ীদের সকল ধরণের বিপদ-অপদ, সুখ-দুখে পাশে ছিলাম, আগামীতেও পাশে থাকব। এই বাজার কমিটির নানামুখী সমস্যা নিরসনে সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে কাজ করব। মৃত্যুর আগ পর্যন্ত যেনো ব্যবাসায়ীসহ নানা শ্রেনী পেশার মানুষের কল্যানে কাজ করে যেতে পারি, এরকম মন্তব্য করেন তিনি।
সাবেক সফল সাধারণ সম্পাদক এবং বর্তমান নতুন কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (শিপন) ইউনিভার্সেল নিউজকে বলেন, বাজারের উন্নয়নে যা যা করণীয় সেসব গুরুত্বসহকারে সকল ব্যবসায়ী এবং স্থানীয় মুরব্বীদের মতামত ও পরামর্শের ভিত্তিতে কাজ করব। তিনি বলেন, এ বিজয় আমার একার নয়, এ বিজয় বাজারের সকল ব্যবসায়ীদের। আমি অনেক আগ থেকে সর্বদা এখানকার ব্যবসায়ীদের কল্যানে কাজ করে আসছি। ব্যবসায়ী তথা বাজারের উন্নয়নে সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।
অপরদিকে, সোনামিয়ার পোল বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে সহ সভাপতি পদে চশমা প্রতীক নিয়ে ১৩৭ ভোট পেয়ে বিজয়ী হলেন মো: বাদল খান।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন মো: শাহাদাত হোসেন মুন্না। তিনি গোলাপ ফুল প্রতীক নিয়ে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন মো: আসলাম সরদার। তিনি মোবাইল প্রতীক নিয়ে ১৬০ ভোট পেয়ে বিজয়ের হাসি হাসলেন।
প্রসঙ্গত: নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মো: আলাউদ্দীন, প্রধান উপদেষ্টা ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান তালুকদার, উপদেষ্টা পরিষদের শাহজাহান খান, সৈয়দ জিয়উল হাসান নয়ন, মো: মোশারেফ হোসেন, মাওলানা মো: নজরুল ইসলাম।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply