বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল নৌ-বন্দরের পন্টুনে পারাবাত-১১ লঞ্চের ইঞ্জিনের পাখায় আটকে পড়া জাল ছাড়াতে গিয়ে কাটা পড়ে জেলের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে চলছে আহাজারী। তাঁরা সরকারের কাছে বিচারের দাবি জানিয়েছেন। বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে পন্টুন সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে ভাসমান অবস্থায় আবেদ আলী (৩০) নামের জেলের মরদেহটি উদ্ধার করা হয়। তিনমাস বয়সী কন্যার জনক ছিলেন তিনি। রসুলপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোহরাব সর্দারের ছেলে আবেদ।
এরআগে গত সোমবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল নৌ-বন্দরের পন্টুনে থামানো লঞ্চের পাখায় আটকে পড়া জাল ছাড়াতে গিয়ে কাটা পড়ে নিখোঁজ হন জেলে আবেদ আলী। ঘটনার পর নিখোঁজ জেলের একটি কাটা পা উদ্ধার করা হয়। শরীরের অন্যান্য অংশ উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল্লাশিও করেও সেদিন কিছুই উদ্ধার করতে পারেনি। ঘটনার দুদিন পর বুধবার জেলের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
আবেদের স্ত্রী রুমা সাংবাদিকদের জানান, স্বামী, সে ও ভাগিনা ইয়াসিনকে নিয়ে কীর্তনখোলা নদীর নৌ-বন্দর এলাকায় জাল ফেলেন। স্রোতের টানে জাল গিয়ে নৌ-বন্দরে থাকা বরিশাল-ঢাকা রুটের এমভি পারাবাত-১১ লঞ্চের ইঞ্জিনের পাখায় আটকে যায়। লঞ্চের পেছনে থাকা এক কর্মচারীকে বলে পাখা থেকে জাল ছাড়াতে যায় স্বামী আবেদ। জাল ছাড়ানোর সময় ইঞ্জিন চালু দেয়। তখন কর্মচারীদের বললেও তারা বলে তাদের করার কিছু নেই।
বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply