বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালে তরমুজ পরিবহন থেকে চাঁদাবাজিতে জড়িত কারা? ধরাছোঁয়ার বাইরে কি থাকছে চক্রের সদস্যরা? এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনায় আলোচিত হচ্ছে। বরিশাল বিভাগে উৎপাদিত তরমুজের বেশির ভাগই যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। তরমুজ পরিবহন করতে গিয়ে নৌপথে বেপরোয়া চাঁদাবাজিতে বিপাকে পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা।
বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সরদার বাড়ি এলাকায় যুবলীগ নেতা জিয়াউর রহমানের নেতৃত্বে একটি চক্র অস্থায়ী ঘাট বসিয়ে চাঁদাবাজি করছেন। এরা গাড়ি প্রতি ৪ হাজার থেকে ৫ হাজার টাকা চাঁদা নিচ্ছেন।
স্থানীয় সূত্রগুলো বলছে, এই জিয়া পানি সম্পদ প্রতিমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে। তিনি নিজেকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক খান মামুনের অনুসারী হিসেবে দাবি করে বিভিন্ন স্থানে পোস্টার সেঁটে দিয়েছেন। নানাবিধ অন্যায়-অনিয়ম করতে গড়ে তুলেছে এক সংঘবদ্ধ চক্র। এলাকার শান্তিপ্রিয় নারী-পুরুষ চক্রের সদস্যদের অত্যাচারে অতিষ্ঠ হলেও ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না।
স্থানীয় যুবলীগ নেতা জিয়াউর রহমান ঘাট বসানোর কথা স্বীকার করে বলেন, আমি এখন বরিশাল শহরে আছি। আরিফকে ফোন দেন। কোন আরিফ এমন প্রশ্নে বললেন, আরটিভির আরিফ। তাহলে আরিফও কি জড়িত এমন প্রশ্নে চাঁদাবাজির অন্যতম হোতা জিয়া ফের বলেন, আরিফ এর সাথে যোগোযোগ করেন। কিছুক্ষণ পর নিজেকে আরটিভির আরিফ পরিচয় দিয়ে সেল ফোনে এ প্রতিবেদককে বলেন, যুবলীগ নেতা জিয়াউর রহমান ভাই ব্রাদার। তার সাথে আমার সম্পর্ক ভালো থাকায় উনি আমার কথা বলেছেন। আর সম্পর্ক থাকলে নাম বলতেই পারে। তবে ঘাট ব্যবসার সাথে জড়িত নন বলে মন্তব্য করেন আরিফ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply