বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে।বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচরনওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে । নিহত ২০ বছর বয়সী মো. শাহজাহান ওই এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। স্থানীয়দের বরাতে ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, “শাহজাহান ঢাকার একটি পোশাক কারাখানার শ্রমিক ছিলেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি আসেন। বুধবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফয়সালের পোস্টার লাগাতে যান শাহজাহান।
“এ সময় প্রতিবেশী আব্দুর রশিদের ছেলে মো. মানিক মিয়া, মো. শামীম মিয়া ও হানিফ মিয়া তাকে বাধা দেয়। এরপর তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে সেটা হাতাহাতিতে গড়ায়। পরে মানিকসহ তার অন্য ভাইয়েরা শাহজাহানকে দেখে নেওয়ার হুমকি বাড়ি চলে যায়।”
তিনি বলেন, “সকালে ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মানিক, শামীম ও হানিফসহ বেশ কয়েকজন শাহজাহানকে ছুরিকাঘাত করে।
“খবর পেয়ে বাড়ির লোকজন শাহজাহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মানিকের ছেলে সিয়ামকে আটক করে পুলিশ।”
এ জড়িত বাকিদের আটকের চেষ্টা এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি মুহাম্মদ মাজেদুর জানান।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply