বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : এদিকে, বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কাপ-পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল মালেক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এসএম জাকির হোসেন। নির্বাচিত আব্দুল মালেক পেয়েছেন ১৯ হাজার ৭০৭ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন পান ১৭ হাজার ৩১৪ ভোট। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহমুদুল হক খান মামুন পেয়েছেন ১৪ হাজার ১৪১ ভোট, ঘোড়া প্রতীকের মাহবুবুর রহমান মধু ১১ হাজার ১৭০ ভোট ও দোয়াত কলম প্রতীকের ৭ হাজার ৮৬৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জসিমউদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বই প্রতীকের মাহিদুর রহমান। এ পদের হাদিস মীর তৃতীয় ও শহিদ মোহাম্মদ শাহনেওয়াজ চতুর্থ।
এদিকে, বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেলেন অ্যাডভোকেট হালিমা বেগম হ্যাপী। তিনি কলস প্রতীকে ৪১ হাজার ৫৩৫ ভোট পেয়ে নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁর সমর্থকদের মাঝে আনন্দ বিরাজ করছে।
নির্বাচিত হওয়ার পর বিজয়ের প্রতিক্রিয়ার তিনি সাংবাদিকদের বলেন, এ বিজয় আমার একার নয়, এ বিজয় জনগণের। আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় আমি জনগণের কাছে কৃতজ্ঞ। জনগণের জন্য আমার দরজা আগেও সবসময় খোলা ছিল। মৃত্যুর আগ পর্যন্ত দলমত-নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষের জন্য সেবার দরজা খোলা থাকবে। জনগণের পাশে থেকেই কাজ করে যাব। তিনি বলেন, মানুষের কল্যানে সারাজীবন কাজ করে যেতে চাই।
উপজেলাবাসীর উদ্দেশ্য নবনির্বাচিত নারী ভাইস চেয়ারম্যান আইনজীবি হালিমা বেগম হ্যাপী বলেন, আপনার যে আশা স্বপ্ন নিয়ে আমাকে নির্বাচিত করেছেন, আমি আপনাদের সেই আশা পূরণ করব।
সর্বোচ্চ ভোটে জয়ী হ্যাপী’র নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীকের নেহার বেগম পেয়েছেন ১৬ হাজার ২৮৮। অপর প্রার্থী মারিয়া আক্তার পেয়েছেন ১০ হাজার ৩২২ ভোট।
অপরদিকে, বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কাপ-পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা রাজিব আহম্মদ তালুকদার। তিনি পেয়েছেন ৩৮ হাজার ৮৬৫ ভোট। রাজীব যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক। তার মা পারভীন তালুকদার আওয়ামী লীগের সংরক্ষিত সংসদ সদস্য ছিলেন। রাজীবের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্বাস মুতিউর রহমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ৩৯৪ ভোট। এ উপজেলায় চেয়ারম্যান পদের কামরুল ইসলাম খান মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৫ ও ফিরোজ আলম খান দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৭০ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আবদুস সালাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা বেগম নির্বাচিত হয়েছেন
বরিশাল জেলার রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সি বলেন, বরিশাল সদর উপজেলায় বিকেল ৪টা পর্যন্ত ৩৫ দশমিক ৮ শতাংশ ভোট গ্রহণ হয়েছে। এরআগে বরিশাল সদর উপজেলায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২৭ শতাংশ ভোট পড়েছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ২০ শতাংশ ভোট গ্রহণ হয়েছে। এরআগে বরিশাল সদরে ১০টা পর্যন্ত প্রথম ২ ঘণ্টায় ৬ শতাংশ ভোট গ্রহণ হয়েছিলো। এছাড়া বাকেরগঞ্জ উপজেলায় ২৬ দশমিক ১৫ শতাংশ ভোট গ্রহণ হয়েছে বলে জানান তিনি।
জেলা রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সি আরো বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন করেছি। সুন্দর পরিবেশ ছিলো, তবে ভোটাররা কেন আসেননি তার সঠিক কারণ আমার জানা নেই। পুরুষদের উপস্থিত কম প্রসঙ্গে তিনি বলেন, পুরুষরা চাকরি-কাজে গ্রামের বাইরে থাকেন, তাই হয়তো উপস্থিতি কম ছিলো।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, আমরা সুষ্ঠু-সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করেছি। কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি।
উল্লখ্য, বুধবার (৮ মে ২০২৪) সকাল ৮ থেকে বিকেল চারটা পর্যন্ত বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ ভোট হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply