বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চরআবদানী গ্রামের চিহৃিত মাদক কারবারী কামাল ও তার স্ত্রী নাসিমা বেগম দীর্ঘসময়ব্যাপী এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছে। এবং একই বাসায় থেকে নাসিমার বোনের মেয়ে নুপুরও মাদক বাণিজ্যে বেপরোয়া। চরআবদানী এলাকার কাদের মিয়ার ছেলে কামাল। ইয়াবা-গাজার-ডিলার কামাল দম্পত্তি। মাদক ব্যবসায় দিনে দিনে এলাকার ছাত্র ও যুব সমাজ নষ্টের দিকে ধাবিত হচ্ছে। এলাকার শান্তিপ্রিয় নারী-পুরুষ অতিষ্ট হয়ে থানায় অভিযোগ দিলেও কোন ধরণের প্রতিকার পাচ্ছে না। থানা পুলিশের অসাধু কর্তাদের নিরবতার কারণে এলাকার কাউকেই থোরাই কেয়ার করছে না। পুলিশ-প্রশাসন নাকি এদের পকেটে থেকে।
এই মাদক কারবারী কামাল দম্পত্তির মাদক ব্যবসায়ের কেউ প্রতিবাদ করলে তাকে নানা কায়দায় ফাঁসিয়ে দেওয়ার চক্রান্তে লিপ্ত থাকে। এদের নানা অপকর্মে অতিষ্ঠ স্থানীয়রা , তবুও টনক নড়ছে না স্থানীয় প্রশাসনের।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শাহ আলম, নারী সংরক্ষিত আসনের কাউন্সিলর সহ স্থানীয়রা গণসাক্ষর দিয়ে কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দেন। এরপরেও এলাকাবাসী কোন প্রতিকার পাননি বলে অভিযোগ উঠেছে। কাউনিয়া থানার এই এলাকায় ইয়াবা ও গাঁজার কারবার এতটাই ভয়াবহ রূপ নিয়েছে। সকাল সন্ধ্যা মাদকসেবীদের যন্ত্রণায় এলাকায় নারীরা বের হতে পারছেনা। বিশেষ করে এলাকার মুরব্বীরা এবং নারীরা নানা সময় অপ্রিতিকর পরিস্থিতিতে পড়ছেন।
স্থানীয়দের অভিযোগ- চরআবাদানী সহ আশপাশের বিভিন্ন এলাকায় কামাল দম্পতি দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে যুক্ত। কামালের মাদক বরিশাল শহরের বিভিন্ন এলাকার বিভিন্ন আস্তানায় চলে যায়। এমনকি কামাল বেশভূষায় মোটরসাইকেল চালকের আড়ালে বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছে। এমনকি বরিশালের বাইরের বিভিন্ন আস্তানায় কামাল-দম্পত্তির মাদক পৌছে যায়। এরমধ্যে কামালের স্ত্রী নাসিমা বেগম এবং তার বোনের মেয়ে নুপুর মাদক কারবারী নিত্য নতুন কৌশল অবলম্বন করে দেদারছে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এসবে স্থানীয়রা বাঁধা দিলে বা প্রতিবাদ করলে তাতে কর্নপাত করছে না। উল্টো কেউ মাদক ব্যবসায় বাঁধা দিলে তাকে এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছেন। বিভিন্নভাবে প্রতিবাদকারীদের হয়রানি করে আসছে। ইতমধ্যে এলাকার বাসিন্দা ও বেলতলা বাজারের টাইলস ব্যবসাযী সেন্টু নামের এক ভদ্রলোক এলাকার পরিবেশ যাতে নষ্ট না হয় সে বিষয়ে প্রতিবাদ করেন। এতে তেলেবেগুনে জ্বলে উঠেন কামাল দম্পত্তি। এরপর সেন্টুকে হয়রানি করতে মিথ্যা অপবাদের চাউর ঘটিয়ে চলছে। প্রতিবাদকারী সেন্টুর ব্যক্তি ইমেজ ও মান সন্মান ক্ষুন্ন করতে উঠেপড়ে লেগেছে মাদক কারবারীরা। মাদক কারবারী নাসিমা ও তার বোনের মেয়ে নুপুরের বিরুদ্ধে মাদক ব্যবসা ছাড়াও টার্গেট ব্যক্তি-বর্গকে ব্ল্যাকমেইলের টোপে ফেলে অর্থ নেওয়া নিচ্ছে। এলাকার শান্তিপ্রিয় কোন ব্যক্তি প্রতিবাদ করলে প্রতিবাদকারীর চরিত্রহরণে মিথ্যাচার চালিয়ে আসছে। কখনো কখনো প্রতিবাদকারীকে ফাঁসাতে উল্টো শ্লীলতাহানির অভিযোগ, ধর্ষণ চেষ্টার অভিযোগ সহ বাহারী কায়দায় হেনস্থা করে আসছে। একথায় এ যেনো ভয়ঙ্কর মাদক কারবারী কামাল-দম্পত্তির মাদক কারবারী ও তার সাঙ্গপাঙ্গদের অত্যাচারে জিম্মিদশায় রয়েছে এলাকায় শান্তিপ্রিয় মানুষ। যারা এলাকার পরিবেশ সুন্দর রাখতে চায়। এলাকার ছাত্র ও যুব সমাজ যাতে নষ্টের পথে ধাবিত না হয়। কিন্তু মাদক কারবারী কামাল-দম্পত্তি
চরআবদানী ও আশপাশ এলাকায় মাদকের নেটওয়ার্ক আরো বিস্তৃত করে চলছে।
এলাকার সচেতন মহল বলছে, মাদকদ্রব্য চাইলেই হাতের নাগালে পাওয়ায় এলাকার উঠতি বয়সী যুবকরা বিপথগামী হচ্ছে।
এসব প্রসঙ্গে কামাল ও তার স্ত্রী নাসিমা বেগম বলেন, আগে আমার মাদক ব্যবসা করতো, এখন করে না। বলেন, বর্তমানে আমাদের বিরুদ্ধ মাদকের কয়েকটি মামলা রয়েছে।
চরআবদানী এলাকার যুব সমাজকে নেশার জগত থেকে রক্ষা করতে মাদকের ডিলার কামাল ও তার স্ত্রী’র বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের আশু দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, এদের সবার বিরুদ্ধেই একাধিক মাদক মামলা রয়েছে। তাদের গ্রেফতারে আমাদের বাহিনীর সদস্যরা নিয়মিত কাজ করছে। এসব মাদক ব্যবসায়ীর কারও অবস্থান শনাক্তের সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে গ্রেফতার করা হচ্ছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply