বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল শহরের সেই বহুল বিতর্কিত ফাঁসি কামালের ভাই মনির সরদারের বিরুদ্ধে হানিফ শিকদার নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে নিজ বাসার টর্চার সেলে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার (২২ জুন ২০২৪) সকালে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার হোসাইনিয়া মাদ্রাসা লাগোয়া কাঁচাবাজারে পোলট্রি ব্যবসায়ী হানিফকে মারধর করতে করতে দোকান থেকে তুলে নিয়ে নির্যাতন করেন এলাকায় বিভিন্ন অন্যায় অপকর্মে জড়িত মনির সরদার।
স্থানীয় সূত্রগুলো বলছে, বরিশাল শহরের একসময়ের ত্রাস কামাল সরদার ওরফে ফাঁসি কামালের ভাই মনির সরদার এলাকায় নানা ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। পাশাপাশি তিনি সুদের কারবারী করে আসছেন। এই সুদের টাকার জন্য পোলট্রি ব্যবসায়ীকে নির্যাতন করা হয়েছে।
নির্যাতনের শিকার ব্যবসায়ী হানিফ শিকদার ইউনিভার্সেল নিউজকে বলেন, মনিরকে সুদের টাকা আমি নিয়মিত দিয়ে আসছি। তবুও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ভয়ঙ্কর সন্ত্রাসী স্টাইলে আমাকে প্রকাশ্যে তুলে নেয়। এরপর তার ভবনের টর্চার সেলে নিয়ে আমাকে বেধম মারধর করে।
নির্যাতিত যুবক বলেন, মনির আমার দোকান থেকে বিভিন্ন সময়ে কমপক্ষে ১০ হাজার টাকার মুরগী নিয়েছে। মুরগীর পাওনা টাকা তার কাছে যখনই চাওয়া হতো তখনই তিনি হুমকি-ধামকিসহ গালাগাল করতো।
ফাঁসি কামালের ভাই মনিরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আশু দৃষ্টি কামনা করছেন ব্যবসায়ী হানিফ।
এসব প্রসঙ্গে মনির সরদারের সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ব্যবসায়ীকে তুলে নিয়ে টর্চার সেলে আটকে রেখে নির্যাতনের খবর পেয়ে একইদিন ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের একটি টিম। এসআই জামাল ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীর শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃগুলো ভিডিও ধারণ করেন।
এসব প্রসঙ্গে এসআই জামাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি সুষ্ঠু বিচারের জন্য উভয়পক্ষকে থানায় বা ফাঁড়িতে আসতে বলা হয়েছে। ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতনের বিষয়টি আইনগতপন্থায় ব্যবস্থা না নিয়ে থানায় ডেকে শালিসির মাধ্যমে সমাঝোতার প্রস্তাব কতটুকু যুক্তিসঙ্গত এরকম প্রশ্নের জবাবে এসআই জামাল বলেন, যদি ব্যবসায়ী মামলা করতে চায়, সেক্ষেত্রে সে মামলা করতে পারেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply