বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালে মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের অভিযানে মাদকসহ দুলাল ফরাজী (৩২) নামের এক বিক্রেতাকে আটক হয়েছে। আটক দুলাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চুনারচর গ্রামের মৃত কাশেম ফরাজীর ছেলে। অভিযানের সময় কালু ওরফে টিএন্ডটি কালু (৪২) নামের আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হন।
শুক্রবার (৫ জুলাই) বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এরআগে বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় তাকে নগরীর ভাটিখানা এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কাউনিয়া থানার এসআই আরাফাত হাসানের নেতৃত্বে একটি টিম নগরীর ৭ নং ওয়ার্ডস্থ ভাটিখানা এলাকায় অভিযান চালিয়ে একটি চায়ের দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী মোঃ দুলাল ফরাজীকে আটক করা হয়। তার কাছ থেকে ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply