বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, মাসুদুল আলম অপু, স্বরূপকাঠি : স্বরূপকাঠিতে উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক ক্ষুদ্র ঋনদান কর্মসূচির গতিশীলতার লক্ষে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুলাই) সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান। উপজেলা সমাজসেবা অফিসার তপন বিশ্বাসের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল কবির, সহকারি পরিচালক মো. ইব্রাহিম খলিল, নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহিন ও ফিল্ড সুপার ভাইজার মো. লিয়াকত আলী। প্রশিক্ষণে সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন ইউনিয়নের ঋন গ্রহীতারা অংশ নেয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply