বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল নগরীতে সংঘবদ্ধচক্র কর্তৃক ইটভাঙ্গা মেশিন মালিকদের হয়রানির অভিযোগ উঠেছে। লাকুটিয়া সড়কের কাউনিয়া ১ নং বিসিকপুল সংলগ্ন এলাকায় গড়ে উঠা এই অপরাধী চক্রের সদস্যরা টোকেনের মাধ্যমে চাঁদাবাজি করতে ইটভাঙ্গা মেশিন মালিকদের অব্যাহতভাবে হয়রানি করে আসছে। তাদের নির্ধারিত চাঁদার টাকা না দিলে মালিকদের মধ্যে কয়েকজনকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এই চক্রের অপরাধের কেউ প্রতিবাদ করলে তাকে ফাঁসিয়ে দিতে নানা কায়দায় চক্রান্ত করে আসছে।
ইটভাঙ্গা মেশিন মালিকদের অভিযোগ-অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে মালিকদের মধ্যে কেউ প্রতিবাদ করলে দফায় দফায় প্রতিবাদকারীদের হয়রানি করা হচ্ছে। বিভিন্নভাবে তাদরকে হুমকি-ধামকী দিচ্ছে। চক্রের সদস্যদের ভয়ে কেউ মুখ খুলতে পারছে না। এদের অত্যাচারে অতিষ্ঠ সাধারন ব্যবসায়ীরা। এরফলে জীবনের চরম নিরাপত্তাহীনতার মাঝে পরিবার নিয়ে বসবাস করছেন সাধারন ইটভাঙ্গা মেশিন মালিকরা।
অধিকাংশ মেশিন মালিকরা বলছেন, একটি সংঘবদ্ধ চক্র ইটভাঙ্গা মেশিন মালিক সমিতির নাম দিয়ে চাঁদাবাজি করে আসছে। ইতোমধ্যে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। চক্রের গড়ে তোলা সমিতির সঙ্গে ইটভাঙ্গা মেশিন মালিকদের মধ্যে কেউ যোগাযোগ না রাখলে তাদেরকে নানান কায়দায় হয়রানি করে আসছে। এ বিষয়ে প্রতিকার পেতে আইন শৃঙ্খলা বাহিনীর আশু দৃষ্টি কামনা করছেন ইটভাঙ্গা মেশিন মালিকরা।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply