বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বরিশাল ক্রাইম নিউজ’ পত্রিকা অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় পত্রিকাটির বার্তা সম্পাদক শহীদুল্লাহ সুমনের গলায় চাপাতি ঠেকিয়ে মারধর করেছে মুখোশধারী একদল সন্ত্রাসী। পাশাপাশি অফিসের মালামাল লুট করে নিয়ে গেছে তারা।
শুক্রবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে নগরীর ফকির বাড়ি রোডস্থ ভূইয়া ভনের ৩য় তলার ‘বরিশাল ক্রাইম নিউজ’ পত্রিকা অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক খন্দকার রাকিব।
অভিযোগ সূত্রে জানা যায়- শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে মুখোশধারী অজ্ঞাতনামা ৪/৫ জনের একদল সন্ত্রাসী রামদা, চাপাতি, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে বরিশাল ক্রাইম নিউজ অফিসে এসে পত্রিকার সম্পাদক ও প্রকাশক খন্দকার রাকিবের নাম ধরে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং তাকে মারধর করার জন্য খোঁজাখুজি করে। তখন পত্রিকার বার্তা সম্পাদক শহীদুল্লাহ সুমন প্রতিবাদ করলে তার গলায় চাপাতি ঠেকিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে। এতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় সন্ত্রাসীরা বরিশাল ক্রাইম নিউজ অফিসের বিভিন্ন আসবাবপত্র পিটিয়ে ভাংচুর করে ৬ লক্ষ টাকার ক্ষতি করে। পাশাপাশি একটি ল্যাপটপ, শহীদুল্লাহ সুমনের ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল, সিসি ক্যামেরার ডিভিআর, কম্পিউটারের বিভিন্ন সরঞ্জামাদি লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় এ ঘটনায় কোন আইনী ব্যবস্থা নিলে ভবিষ্যতে খুন জখম করার হুমকি দিয়ে দরজা বাহির থেকে বন্ধ করে চলে যায়। এ সময় শহীদুল্লাহ সুমনের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।
শহীদুল্লাহ সুমন বলেন- প্রতিদিনের ন্যায় অফিসে কাজ করছিলাম। হঠাৎ মুখোশধারী ৪/৫ জনের একদল সন্ত্রাসী রামদা, চাপাতি, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে অফিসে এসে আমার গলায় চাপাতি ঠেকিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে এবং সম্পাদক ও প্রকাশক খন্দকার রাকিব ভাইকে খোঁজাখুজি করে। তাকে না পেয়ে অফিসের মালামাল ভাংচুর করে গুড়িয়ে দেয়। আমার মোবাইলসহ অফিসের মালামাল নিয়ে যায়। আমি এর বিচার চাই।
সম্পাদক ও প্রকাশক খন্দকার রাকিব বলেন- কি কারণে কারা অফিসে হামলা করেছে এখনো স্পষ্ট করে বলতে পারছিনা। সবাই মুখ বাঁধা অবস্থায় থাকায় কাউকে চিনতে পারেনি। থানায় অভিযোগ দিয়েছি। আশা করি খুব শিঘ্রই অপরাধীরা আইনের আওতায় আসবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply