শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল নগরীর ভাটিখানা চন্দ্রপাড়া প্রথম গলির শেষ মাথায় বরিশাল সিটি কর্পোরেশনের রাস্তা দখল করে ভবণ নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র এপিএস ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক সভাপতির ছেলে বর্তমান ৭নং ওয়ার্ডের সেক্রেটারি শাহারিয়ার রিজন অবৈধভাবে এই ভবণ নির্মাণ করেন। স্থানীয়দের অভিযোগ- সাবেক মেয়র সাদিকের ক্ষমতার আমলে তার নাম ভাঙ্গিয়ে জনগণের চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাড়ি নির্মাণ করেছেন। এলাকাবাসীকে জিম্মি করে প্রভাব খাটিয়ে বিনা প্লানে বাড়ি নির্মাণ করেছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তাদের ক্ষমতার দাপটে ভয়ে এলাকাবাসী প্রতিবাদ করতে সাহস পায়নি।
সরেজমিনে ঘুরে দেখা যায়, চন্দ্রপাড়া প্রথম গলি থেকে কাউনিয়া ব্রাঞ্চ রোড সংযোগ শহর রয়েছে। রাস্তাটির সমস্ত জায়গায় ৭-৮ ফুট চওরা থাকলেও শুধু সাদিক আব্দুল্লাহর এপিএস এর বাড়ি নির্মাণে ৩ ফুটেরও বেশি সরকারি রাস্তা দখল করে নিয়েছেন। এই রাস্তা দিয়ে অনায়াসে ভাটিখানা টু ব্রাঞ্চ রোড রিক্সা চলাচল করতো। বর্তমান বাস্তবতায় ওয়ার্ড সেক্রেটারি রিজনের বাসার কাছে গেলে রিক্সা আর ঠিকভাবে যেতে পারে না। বর্তমানে রাস্তাটির ড্রেন সহ সংস্কার কাজ চলছে। তাই এলাকাবাসীর দাবি বেদখল হওয়া রাস্তার জায়গাটি পূনরুদ্ধার করে। জনগণের চলার পথ সুগম করে দেওয়ার এলাকাবাসীর প্রাণের দাবী। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে।
রাস্তাটি বেদখল হওয়ার কারনে স্থানীয় একাধিক বাড়িওলা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা ঠিক মতো ঘর ভাড়া দিতে পারছিনা। কারন রাস্তা বেদখল হওয়ার কারনে জনসাধারনের চলাচলের অনুপযোগী হয়ে গেছে সংযোগ সড়কটি। বিষয়টি ৭ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম খোকন ও ৭.৮ ৯নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর কহিনুর বেগমের সাথে কথা বললে তারা জানান, সরেজমিনে সিটির ইঞ্জিনিয়ার নিয়ে গিয়ে সাবেক মেয়র সাদিকের এপিএস রিজন কে গত একমাস পূর্বে বেদখল হওয়া রাস্তার জায়গার দেয়াল ভেঙ্গে দিতে বলা হয়েছে। স্থানীয়দের দাবি- দুজন কাউন্সিলর বলার পরেও কিন্তু রিজন কোন কর্নপাত করেননি। আমদের মতো সাধারণ জনগণের তার কাছে কোন মূল্য আছে? নাম প্রকাশ না করার শর্তে একধিক স্থানীয় জনগণ অভিযোগ করে বলেন, রিজনের বাসার কোন সেফটি ট্যাংকি নাই। বাড়ির ময়লার পাইপ সরাসরি সিটি করপোরেশন ড্রেনের সাথে সংযোগ এই বর্ষায় আমাদের ঘরে থাকা-ই দায়।
বর্তমানে রাস্তাটির সংস্কার ও ড্রেনের কাজ চলছে এই সংস্কারের সাথে আমাদের জনগণের চলাচলের রাস্তা বেদখল থেকে মুক্ত করা হোক। এই জুলুম বাংলাদেশের ছাত্র-জনতা উৎখাত করছে, আমরাও আমাদের উপর হওয়া এই জুলুমের পরিত্রাণ চাই। এটা আমাদের এলাকাবাসীর দাবি। এ বিষয় এলাকাবাসী বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন জানান ভুক্তভোগী সাধারণ জনসাধারণ। এ প্রসঙ্গে অভিযুক্ত রিজনের নাম্বারে একাধিক বার ফোন দেওয়া হলে বন্ধ পাওয়া গেছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply