শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার সুফল ভোগ করতে হলে সবক্ষেত্রে পরিবর্তন অপরিহার্য। পুলিশ বাহিনী কোনো গোষ্ঠীর পক্ষে নয়, বরং তাদের জনগণের সেবক ও মানবিক পুলিশ হতে হবে। তাদের চরিত্র পরিবর্তন করতে হবে।
রোববার (১৮ আগস্ট) চট্টগ্রামের পটিয়ায় কোটা সংস্কার আন্দোলনে আল জামিয়া আল ইসলামিয়া জমিরিয়া কাসেমুল উলুম মাদরাসার আহত শিক্ষার্থীদের খোঁজ-খবর নিতে আসেন তিনি। এসময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এসব কথা বলেন।
আহত শিক্ষার্থীদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলন কখনো বিফলে যায় না। তার প্রমাণ ৫ আগস্টের বিজয়। তিনি এ বিজয় ধরে রাখতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহবান জানান।
এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জমান, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভুঞা জনী, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন, মাদরাসার মুহতামিম আল্লামা আবু তাহের নদভী প্রমুখ উপস্থিত ছিলেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply