দৈনিক সমকাল" পত্রিকার ১৭/০৮/২৪ ইং তারিখের পত্রিকায় হিজলা-মেহেন্দিগঞ্জে দখলের মহোৎসব, শিরোনামে,যে খবরটি ছাপা হয়েছে, তাতে উলানিয়া লঞ্চ ঘাট দখলে নিয়েছেন গোবিন্দপুর যুবদল সভাপতি মিজানুর রহমান মাঝি, এ নামে যে কথা লেখা হয়েছে তা সঠিক নয় এবং " দৈনিক প্রথম আলো" পত্রিকার ২২/০৮/ ২৪ ইং তারিখের ১৬ পৃষ্টার-০৬ কলামে, আওয়ামীলীগের সাম্রাজ্য বিএনপির দখলে শিরোনামে,যে খবরটি ছাপা হয়েছে, তাতে মেহেন্দিগঞ্জ অংশের ঘাটগুলোর দখল নেন যুবদল নেতা মিলটন চৌধুরী ও মিজান মাঝি, এ নামে যে কথা লেখা হয়েছে তা সঠিক নয়, আমি উলানিয়া (কালিগঞ্জ) লঞ্চঘাট, ঘাট ইজারাদার, শাহে আলম সিকদার, এর প্রতিবাদ জানাই, প্রকৃতপক্ষে অদ্য পর্যন্ত আমার লঞ্চঘাট আমার দখলেই আছে।
------------------------------------------
শাহে আলম সিকদার
উলানিয়া (কালিগঞ্জ) লঞ্চঘাট ইজারাদার,
মেহেন্দিগঞ্জ, বরিশাল ।