শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : বন্যার মত দুর্যোগ মোকাবিলায় ভারতের সঙ্গে উচ্চ পর্যায়ের একটি সহযোগিতার ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি চান, জরুরি অবস্থায় এই সহযোগিতা কার্যকর হবে।
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন।
এই সাক্ষাৎটি এমন সময় হয়েছে যখন দেশের উত্তর পূর্বে সিলেট অঞ্চল, পূর্বাঞ্চলে বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা এবং দক্ষিণ পূর্বে খাগড়াছড়ি বন্যায় ডুবে আছে। বৃষ্টির পাশাপাশি উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পরিস্থিতি শোচনীয় অবস্থা তৈরি করেছে ফেনীতে, যে জেলায় কখনো এমন বন্যার ইতিহাস নেই।
বৈঠক শেষে সাংবাদিকদেরকে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ভারতীয় দূতকে ড. ইউনূস পানির তথ্য বিনিময়ে নিয়ে উচ্চ পর্যায়ের সহযোগিতার কথা বলেছেন।
“স্যার বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায়ই, বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। স্যার বলেছেন, এমন কোনো সহযোগিতা করা যায় কি না যে, আমরা আর ভারত এক ধরনের উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক … যেহেতু এই ধরনের হঠাৎ করে বন্যা.. যেহেতু আমরা ও ইন্ডিয়া একই ধরনের ক্যাচমেন্ট এরিয়া শেয়ার করি, অনেক সময় আমাদের ডেল্টাটাও ওভারল্যাপ করে, উই শেয়ার দ্য সেম ওয়াটার।
“সেজন্য ওনার কথা হচ্ছে. এটা খুবই হাই লেভেল একটা কোলাবরেশন এবং জরুরি ব্যবস্থায় এটা যাতে কার্যকর করা যায়, খুব দ্রুত মিটিং নিয়ে এটা জানানো।”
প্রেস সচিবের ভাষ্য, ইউনূসকে ভারতের দূত বলেছেন, “ত্রিপুরায় যে বন্যা হচ্ছে সেটাও নজিরবিহীন। সেখানেও ৫০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।”
“উনি বলেছেন, ইট হ্যাজ ক্রিয়েটেড হ্যাভোক অন বোথ সাইডস, বোথ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ”, প্রণয় ভার্মার কথা তুলে ধরেন প্রেস সচিব।
বাংলাদেশের সামাজিক মাধ্যমে ছড়িয়েছে ভারতের ত্রিপুরায় ডাম্বুর নামে একটি জলবিদ্যুৎকেন্দ্রের বাঁধ খুলে দেওয়া হয়েছে এবং একেই এই বন্যার জন্য দায়ী করে বক্তব্য রেখেছেন দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ হোসেন সজীব ভূঁইয়া।
আসিফ হোসেন তার ফেসবুক পাতায় লিখেছেন, “নোটিশ ছাড়াই ওয়াটার গেইট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।“
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply