বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, স্বরূপকাঠি : পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপমান সইতে না পেরে এক শিক্ষার্থীর আত্মহত্যা চেষ্টার ঘটনায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) স্কুল চলাকালীন সময় প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
শিক্ষার্থীরা বলছে, প্রধান শিক্ষক গ্রীন তালুকদার এর পূর্বেও শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যাবহার করেছেন। অতিসম্প্রতি অভিভাবকদের সামনে তিনি এক শিক্ষার্থীকে অপমান করেন। এরফলে শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করে। তাই প্রধান শিক্ষককের অপসারণের দাবি তুলে বিক্ষোভ করা হচ্ছে।
অভিযুক্ত প্রধান শিক্ষক গ্রীন তালুকদার বলেন, ওইদিন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক নিয়ে একটি সভা চলছিল। এসময় ওই ছাত্রী দুষ্টমি করছিল। তাই তাকে সামন্য একটু বকা দিয়েছিলাম মাত্র। এতে সে শ্রেণিকক্ষে বসে আত্মহত্যার চেষ্টা করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গির আলম বলেন, আমি ছুটিতে ছিলাম। আজকে শিক্ষকদের সাথে মিটিং ছিলো। শিক্ষার্থীর অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীর সাথে অশোভন আচরণ করার কারন জানতে চেয়ে নোটিশ করা হয়েছে। সে নোটিশের লিখিত জবাব দিয়েছে।আমরা বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
অপরদিকে, কিছু শিক্ষার্থী প্রধান শিক্ষকের অপসারণ না চেয়ে বিক্ষোভ মিছিল করে। তাদের দাবি মিথ্যা আত্মহত্যার নাটক করে শিক্ষিকাকে ফাঁসানোর চেষ্টা করছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার অভিভাবক সভায় ওই শিক্ষার্থী অন্যমনস্ক ছিল। তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদার ওই শিক্ষার্থী ও তার মা-বাবার ব্যাপারে আপত্তিকর মন্তব্য করেন। একপর্যায়ে প্রধান শিক্ষকের কটাক্ষের মুখে সে সভাকক্ষ থেকে বের হয়ে শ্রেণিকক্ষে যায়। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply