বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : এ কাস্টম প্লেট লিমিটেড (এ সি পি এল) এর আড়ালে ভারতীয় নাগরিক শুভব্রত মৈত্র’র বিরুদ্ধে এবার নারী পাচারসহ দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ উঠেছে। ইতোমধ্যে তিনি বিগত আওয়ামী সরকারের মদদে একাধিপত্য ও স্বৈরশাসনের কালো অধ্যায় সৃষ্টি করেছেন। বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সহ সকল জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শত শত বছর যাবত সহাবস্থান করে আসছে। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিবর্তিত পরিস্থিতিতে এই ভারতীয় নাগরিক শুভব্রত মৈত্র কৌশলে সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রশ্নবিদ্ধ করার ঘৃণ্য পাঁয়তারা চালাচ্ছে।
বর্তমান অন্তর্ববর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে তাদেরকে সরকার কঠোর হাতে দমন করবে। মানুষ বিগত দিনে ভোট দিতে পারেনি। কোন দল একবার ক্ষমতায় আসলে আর ক্ষমতা ছাড়তে চায় নি। এই কালচার বন্ধ করতে চাই, জাতিকে একটি সৌহার্দ্যপূর্ণ রাষ্ট্র উপহার দিতে চাই।
একাধিক অসমর্থিত সূত্রের ভাষ্য মতে, ভারতীয় নাগরিক শুভব্রত মৈত্র’র নেতৃত্বে নারী পাচার ও যৌন ব্যবসায়ে গড়ে তুলেছে একটি সংঘবদ্ধ চক্র। ভারতীয় নাগরিক শুভব্রত মৈত্র’র উত্তর বাড্ডায় ১৩১/১, এ কাস্টম প্লেট লিমিটেড (এ সি পি এল) (শাহীন স্কুল অফ হসপিটালিটি ইন্ট্রিগেটেড এডুকেশন এপিক সেন্টার) এর প্রধান অফিসে নেই কোনো সাইনবোর্ড এবং রাজশাহীতে রয়েছে তার একটি সাব অফিস, এর আড়ালে এই চক্রটির দালালরা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। তারাই বিভিন্ন এলাকার অভাবী নারীদের খুঁজে বের করে । এই নারীদের লোভ দেখানো হয় ভাল বেতনের চাকরীর, উন্নত জীবনযাত্রার। ভারতীয় নাগরিক শুভব্রত মৈত্র এভাবেই ইউনাইটেড গ্রুপে চাকুরীর সাইনবোর্ড ব্যবহার করে নারী পাচারে মত্ত হয়ে উঠেন। এ বিষয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুললে তার আর রক্ষা নেই, এজন্য অজানা আতঙ্কের ভয়ে কেউ মুখ খুলতে পারছে না।
এদিকে, দেশে যখন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সমালোচনার ঝড়, ঠিক তখনই একের পর এক বেরিয়ে আসছে ভারতীয় নাগরিক শুভব্রত মৈত্র’র নানাবিধ অন্যায়-অপকর্মের ফিরিস্তি। এ বিষয়ে ভারতীয় নাগরিক শুভব্রত মৈত্র’র বক্তব্য নেওয়ার জন্য বাড্ডার অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি এবং মোবাইল ফোনে যোগাযোগ করলেও মোবাইল ফোন রিসিভ করেননি।
প্রসঙ্গ: বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মকর্তা ঘোর বিরোধী অবস্থান নিয়ে সকল কর্মচারীদের আন্দোলন থেকে বিরত থাকতে আদেশ দিয়েছিলেন। ফুড এন্ড বেভারেজ এর একাধিক কর্মচারীদের অভিযোগ, তিনি দীর্ঘদিন যাবত নিয়ম বহির্ভূতভাবে দেশের প্রচলিত শ্রম আইনকে উপেক্ষা করে জোর পূর্বক ভাবে কর্মচারীদের দিয়ে ১২ ঘন্টা ডিউটি, নিয়ম বহির্ভূতভাবে ছাটাই, ভয় ভীতি, মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply