বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল নগরীতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর সহ সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মহানগর নার্সিং সংস্কার পরিষদের আয়োজনে শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করেন সর্বস্তরের নার্স কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা।
মহানগর নার্সিং সংস্কার পরিষদের প্রধান সমন্বয়ক আলী আজগর বলেন, আমাদের এক দফা, এক দাবি, নাসিং অধিদপ্তর সংস্কার, নাসিং দপ্তরের কোন প্রশাসন থাকবে না। পাশাপাশি নার্সদের বদলী সংক্রান্ত জটিলতা নিরসন এবং বদলি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত সিন্ডিকেটদের অপসারণ করতে হবে। পাশাপাশি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে প্রশাসন ক্যাডাদের অপসারণ করে উক্ত পদগুলোতে নার্সদের পদায়ন করতে হবে।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর নার্সিং সংস্কার পরিষদের সমন্বয়ক ছগির হোসেন, শাহে আলম, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে সরকারি নার্সিং কলেজের শিক্ষক ফরিদা বেগম, আনোয়ার হোসেন, নুর-আলম প্রমুখ।
এদিকে, উজিরপুরে শনিবার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর সহ সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply