বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর : বরিশালের উজিরপুর উপজলায় ভাগ্নিকে স্ত্রী পরিচয়ে হতদরিদ্রদের ভিজিডির চাল আত্মসাতের করলেন স্থানীয় এক যুবলীগ নেতা। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠে- উপজেলার বামরাইল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সালমান কবির তার ভাগ্নি লিজা মনিকে স্ত্রীর নামে ভুয়া পরিচয়ে ভিজিডির প্রতি মাসে ৩০ কেজি করে ২০ মাসে ৬ শত কেজি চাল আত্মসাৎ করেন।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা সালমান কবিরের স্ত্রীর নাম মরিয়ম বেগম। তার শশুরের নাম ইসমাইল সরদার। আর লিজা মনি সালমান কবিরের বোন কমলা বেগমের মেয়ে। মূলত: আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগ নেতা সালমান কবির ক্ষমতার দাপট দেখিয়ে ভুয়া পরিচয়ে ভিজিডির চাল হাতিয়ে নেন। ১৫ সেপ্টেম্বর সালমান কবিরের বোন কমলা বেগম বামরাইল ইউনিয়ন পরিষদে চাল আনতে গেলে স্থানীয় সোহাগ ঘরামী ও সোহেল ফরাজি ভিজিডি কার্ডটি জব্দ করে। এরপর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।
স্থানীয় একাধিক ব্যাক্তি জানিয়েছেন সালমান কবির এলাকায় মাদক, চাঁদাবাজি,দখলবাজিসহ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত ছিলো। তিনি নামে বেনামে হতদরিদ্রের চাল আত্মসাত করেছেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ’লীগ নেতা ইউসুফ হোসেন হাওলাদার ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলামিন ফরাজি এবং যুবলীগ নেতা সালমান কবির মিলে চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এককথায় টাকা ছাড়া বামরাইল ইউনিয়ন পরিষদে সেবা মিলেনি। বিভিন্নভাবে সাধারন জনগণ হয়রানির শিকার হন। চেয়ারম্যান ইউসুফ বাহিনীর কাছে পুরো ইউনিয়নবাসী জিম্মি ছিলো। এমনকি জিয়া আমিন রাড়ীকে ক্রসফায়ার দেয়ার জন্য পুলিশ বাহিনীকে লেলিয়ে দেয়। কোন উপায়ন্তর না পেয়ে একযুগ ধরে সাউথ আফ্রিকায় পাড়ি জমান বামরাইল ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ জিয়া আমিন রাড়ী।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বামরাইল ইউনিয়ন পরিষদের সচিব মোঃ গিয়াস উদ্দিন বিষয়টি এড়িয়ে যান।অভিযোগ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেন হাওলাদারের সাথে যোগোযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায় নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জানান, তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে অভিযুক্ত’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এবং কার্ডটি বাতিল করা হবে।
এদিকে, অভিযুক্তদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন বামরাইলের ইউনিয়নের শান্তিপ্রিয় নারী-পুরুষ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply