বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বিশেষ প্রতিনিধি : বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নতুন করে যেনো প্রাণ ফিরে পেয়েছে। মূলত : সাংস্কৃতিক সংগঠক, নাট্যজন্য বিএনপি নেতা এস এম সাব্বির নেওয়াজ সাগর সংগঠনটি গতিশীল করতে উপযোগী সকল দিকের প্রতি লক্ষ্য রেখে পরিকল্পনানুযায়ী সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসায় প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে বরিশাল জাসাস। যিনি আওয়ামী লীগ শাসনামলে স্বৈরাচার পতন ও বাংলাদেশে নতুন প্রেক্ষাপটে ইতিহাসের গতিপথ পরিবর্তন করার আকাঙ্ক্ষা তুলে ধরে নিয়মিত সাহসী ভূমিকায় নবযুগের সূচনার দাবিতে প্রতিবাদী চেতনায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে ক্ষুরধার লেখনী শক্তিতে সর্বদা স্বোচ্ছার ভূমিকা পালন করেছিলেন।
অনুসন্ধানে জানা যায়, বিগত আওয়ামী লীগ শাসনামলে সাড়ে ১৫ বছরে স্বৈরশাসনের বিরুদ্ধে অবরুদ্ধ গণতন্ত্র পূনরুদ্ধার ও ভোটাধিকার নিশ্চিতের দাবিতে সাংস্কৃতিক সংগঠক এস এম সাব্বির নেওয়াজ সাগর প্রতিবাদী চেতনায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে ক্ষুরধার লেখনী শক্তিতে সর্বদা স্বোচ্ছার ভূমিকা পালন করেছেন। কখনো কবিতা, কখনো বিশ্লেষণধর্মী রাজনৈতিক লেখায় ফুটে উঠেছে-সমকালীন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক জীবনের ছবি। তাঁর লেখনীতে ফুটে উঠেছে- মানবতার জয়গান। স্বৈরাচার পতন ও বাংলাদেশে নতুন প্রেক্ষাপটে ইতিহাসের গতিপথ পরিবর্তন করার আকাঙ্ক্ষা তুলে ধরে নিয়মিত তিনি সাহসী ভূমিকায় নবযুগের সূচনার দাবিতে লিখেছেন-স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার লুণ্ঠনের মধ্য দিয়ে দেশের অর্থনীতি ধ্বংসসহ সমগ্র জাতিকে ঋণভারে বিধ্বস্ত করে নিষ্ঠুর পৈশাচিকতায় নির্মম হাতে গণতান্ত্রিক শক্তিকে নিশ্চিহ্ন করেছেন। গণতন্ত্রকামী মানুষের কণ্ঠ রুদ্ধ করার পাশাপাশি গুম-খুনের বর্বরতায় মত্ত থাকার বিষয়ে গঠনমূলক লেখালেখি করেছেন এস এম সাব্বির নেওয়াজ সাগর। সূত্র বলছে, একসময়ে জাসাসকে বরিশালে প্রতিষ্ঠিত করতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন সাব্বির নেওয়াজ সাগর। এরইধারাবাহিকতায় জাসাস’র বিভিন্ন ইউনিটে সাংগঠনিক কার্যক্রমে মূখ্য ভূমিকা পালন করে কর্মীদের মাঝে বেশ প্রশংসিত হন।
প্রসঙ্গত : গত বছরের ২৩ আগস্ট এস এম সাব্বির নেওয়াজ সাগর’কে আহ্বায়ক ও আহমেদুল কবির বিপ্লব মোল্লাকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট জাসাস বরিশাল জেলা (দ:) এর আহ্বায়ক কমিটি ঘোষণা করেন কেন্দ্র।

এদিকে, বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বরিশাল বিভাগ আয়োজিত বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বরিশাল দক্ষিণ জেলা। সাংস্কৃতিক সংগঠক, নাট্যজন্য, জাসাস বরিশাল জেলা দক্ষিণের আহ্বায়ক, জেলা বিএনপি নেতা এস এম সাব্বির নেওয়াজ সাগর এর নেতৃত্বে বের হওয়া শোভাযাত্রায় সংগঠনের নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে বরিশালের রাজপথ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply