বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : ঢাকার রাজপথে বরিশালের কৃতি সন্তান কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ বীর আব্দুল্লাহ আল-আবির এর শোকাহত পরিবারের খোঁজ-খবর নিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস, অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বরিশাল নগরীর ১৬নং ওয়ার্ডে গোরাচাঁদ দাশ রোডস্থ শোকাহত পরিবারের বাসায় গিয়ে পরিবারের খোঁজ খবর নেন। এ সময় বিএনপি নেত্রী শিরিন আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি সব সময় শহীদ আবিরের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৯ জুলাই রাজধানীর বারিধারা এলাকায় গুলিবিদ্ধ হন আবদুল্লাহ আল আবির (২৪)। ২০ জুলাই সকালে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। বরিশাল নগরীর গোরাচাঁদ দাশ রোডে আবিরের বাবার মামার বাড়ি। ছোট থেকে এখানেই বড় হয়েছেন আবির। বরিশালের বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামে শহিদ আবিরের পৈতৃক বাড়ি।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply