বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদ্য প্রয়াত মামুন অর রশিদ (খোকন মাস্টার) এর শোক সন্তপ্ত পরিবারের খোঁজখবর নিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শায়েস্তাবাদে শোকাহত পরিবারের বাড়ি গিয়ে সার্বিক খোঁজ খবর নেন তিনি। এবং শোকাহত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিনের সাথে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর সকাল ১০ টায় শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোকন মাস্টার নিজ বাসভবনে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এরআগে বিএনপি নেতা খোকন মাস্টার বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। এছাড়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply