বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ক্রীড়া ডেস্ক : ক্রীড়া সাংবাদিকতা অঘোর মন্ডল আর নেই। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঘোর মন্ডল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অঘোর মন্ডল বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
নব্বইয়ের দশকে ভোরের কাগজ থেকে অঘোর মন্ডল সাংবাদিকতা শুরু করেন। ভোরের কাগজেও কাজ করেছেন তিনি। একবিংশ শতাব্দীর শুরুর দিকে সম্প্রচার মাধ্যমে যোগ দেন তিনি। দীর্ঘদিন কাজ করেছেন চ্যানেল আই, দীপ্ত টিভিতে। সবশেষ এটিএন নিউজে বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগের গুরুতর সমস্যায় ভুগছিলেন গুণী এই সাংবাদিক। চলতি বছরের ৫ সেপ্টেম্বর থেকে তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি ছিলেন। পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতি হওয়ায় আইসিইউ এবং লাইফ সাপোর্টে ছিলেন অঘোর মন্ডল।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply