বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান জানিয়েছেন ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে বাংলাদেশের ১০ হাজার ঘরবাড়ি এবং ৬ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (২৫অক্টোবর) দুপুরে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “শুকরিয়া, এটা ঘূর্ণিঝড় পর্যন্ত ছিল, কোনো সুপার সাইক্লোনে রূপান্তরিত হয়নি। বাতাসের গতিবেগ ৮০ কিলোমিটারের উপরে যায়নি।”
প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেন, ৪১৯ ইউনিয়নের ১০ হাজার ঘরবাড়ি এবং ৬ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এক হাজার মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, সরকারের তরফ থেকে ঘর মেরামতের জন্য টিন দেওয়া হবে। আর যাদের মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা সুদমুক্ত ঋণ পাবেন।
ভারি বর্ষণ আর জলোচ্ছ্বাস নিয়ে সোমবার সন্ধ্যায় ভোলার কাছ দিয়ে উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। সে সময় দমকা হওয়ায় গাছ ভেঙে পড়ে এবং দক্ষিণের বহু জেলা বিদ্যুৎহীন হয়ে যায়।
সোমবার সকালেই আবহাওয়া অফিস বিপদ সংকেত জারি করায় উপকূলীয় জেলাগুলোতে মাইকিং করে নিচু এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া শুরু হয়েছিল।
এনামুর রহমান জানান, দেশের ৬ হাজার ৯২৫টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১০ লাখ লোক আশ্রয় নিয়েছিলেন ঝড়ের সময়। ঝড় কেটে যাওয়ার পর তারা সবাই আশ্রয় কেন্দ্র ছেড়েছেন।
ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান মঙ্গলবার ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষয়ক্ষতির তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, “ঘূর্ণিঝড়ের কারণে কিছু স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, তবে এখন স্বাভাবিক হয়েছে।”
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে জানান, ঝড়ে বিভিন্ন বিতরণ সংস্থার প্রায় দুই হাজার বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বলেন, “আমাদের চার কোটি ৮০ লাখ গ্রাহকের মধ্যে ৮০ লাখ গ্রাহক এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন আছেন। বিকালের মধ্যে এর ৭০ শতাংশ বিদ্যুতের আওতায় চলে আসবে বলে আশা করছি।”
দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় ওইসব এলাকার বাসিন্দাদের ভোগান্তি বাড়ছে। হাসপাতালসহ জরুরি সেবা বিঘ্নিত হচ্ছে। মোবাইল ফোন ও ইন্টারেনট যোগাযোগে বিভ্রাটও কাটেনি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানিয়েছেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশের বিভিন্ন সড়কে ২৮৭টি গাছ ভেঙে পড়ার তথ্য তারা পেয়েছেন।
এর মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন সড়কে ৫৬টি গাছ উপড়ে পড়েছে। তিনটি ঘটনায় গাছ পড়েছে বাসা বাড়ির ওপর। ফায়ার সার্ভিস কর্মীরা সেসব গাছ সরিয়ে ফেলেছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply