বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ঋসি সুনাক (৪২ বছর)। তিনি এখন লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হবেন। যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাকের নিয়োগ নিশ্চিত হওয়ার পর প্রথম মন্তব্যে জামাতার সফলতা কামনা করেছেন বিলিয়নেয়ার শ্বশুর নারায়ন মূর্তি। মঙ্গলবার বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা চার্লসের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন তিনি।
“ঋষিকে অভিনন্দন। আমরা তাকে নিয়ে গর্বিত, তাঁর সফলতা কামনা করছি,” জামাতার ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার খবরে আনন্দিত নারায়ণ এমনটাই বলেছেন বলে বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
তথ্যপ্রযুক্তিভিত্তিক বহুজাতিক কোম্পানি ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণের সম্পত্তির মূল্য সাড়ে চারশ কোটি ডলার বলে চলতি বছর দেওয়া হিসাবে জানিয়েছে ফোর্বস।
প্রধানমন্ত্রী হওয়ার পর যুক্তরাজ্যের অর্থনীতিকে স্থিতিশীল করার পাশাপাশি বহুধাবিভক্ত কনজারভেটিভ পার্টিকে ঐক্যবদ্ধ করার চ্যালেঞ্জও সামলাতে হবে সুনাককে। জামাতা এই চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হবেন বলে আশাবাদও ঝরে পড়েছে বিলিয়নেয়ার শ্বশুরের মুখ থেকে।
“যুক্তরাজ্যের জনগণের জন্য সে যে তার সেরাটা দেবে, সে ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী,” বলেছেন নারায়ণ।
ফার্মাসিস্ট মা ও চিকিৎসক বাবার ছেলে সুনাক পড়ালেখা করেছেন যুক্তরাজ্যের উইনচেস্টার কলেজে, পরে অক্সফোর্ডে। তিনি তিন বছর গোল্ডম্যান স্যাকসে কাজ করেন; পরে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড থেকে এমবিএ ডিগ্রি নেন, এখানেই ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণের মেয়ে অকশতা মূর্তির সঙ্গে দেখা হয় তাঁর। ২০০৯ সালে অকশতার সঙ্গে বিয়ে হয় সুনাকের। কৃষ্ণা ও আনুশকা নামে এই দম্পতির দুই মেয়ে আছে।
এদিকে, যুক্তরাজ্যের রাজনীতির গত ২০০ বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হবেন ঋষি। গত সপ্তাহে কনজারভেটিভ পার্টির প্রধান ও প্র্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন লিজ ট্রাস। এরপর শুরু হয় নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া। কনজারভেটিভ পার্টির নীতি-নির্ধারণী ১৯২২ কমিটির পক্ষ থেকে জানানো হয় কেউ যদি পার্টির প্রধান ও প্রধানমন্ত্রীর পদে নির্বাচন করতে চায় তাহলে তাঁকে কমপক্ষে ১০০ টোরি এমপির সমর্থন পেতে হবে। এমন ঘোষণার পর ঋসি সুনাক, পেনি মর্ডান্ট ও বরিস জনসনের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়। সোমবার স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। এই সময়ের মধ্যে ১০০ জন টোরি এমপির সমর্থন পেতে হতো তাদের।
তবে রোববার স্থানীয় সময় রাতে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন বরিস জনসন। এরপর শুধু ঋষি সুনাক ও পেনি মর্ডান্ট এ লড়াইয়ে অবশিষ্ট থাকেন। কিন্তু সোমবার পেনি মর্ডান্টও নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। এতে করে একমাত্র প্রতিদ্বন্দ্বি হিসেবে কনজারভেটিভ পার্টির প্রধান ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন ঋষি সুনাক।
গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন ঋষি।
ঋষি প্রধানমন্ত্রী হওয়ার মাধ্যমে যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম এশিয়ান-ব্রিটিশ প্রধানমন্ত্রীর দেখা মিলল।
সুনাক ১৯৮০ সালে সাউদাম্পটনে ভারতীয় বংশোদ্ভূত বাবা-মায়ের ঘরে জন্ম নেন। তাঁরা পূর্ব আফ্রিকা থেকে যুক্তরাজ্যে এসেছিলেন। তাঁর বাবা ছিলেন ডাক্তার। আর মা একটি ফার্মেসি চালাতেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply