বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
কষ্টের কথা কী বলিব
কষ্ট কারে বলে,
কষ্ট হইল বুকের আগুন
ধুপকুপাইয়া জ্বলে!
একটুখানি কষ্ট কেউ নিতে যদি ধার-
জীবনে তবে অনেকখানি মেনে নিতাম হার
যন্ত্রনার দগ্ধশিখায় পুড়ে হই অঙ্গার,
সহ্য করার ক্ষমতা যেন নেই কো আমার।
আগ্নেয়গিরির অগ্নুৎপাতের এ কোন ইশারা
কণ্টাকীর্ণ পথে যেন আমি দিশেহারা।
রিক্ত করে, সিক্ত করে এ যেন প্রত্যয়
অতলগহীনের আমি বলে সয়ে যেন ঢিকে রয় !
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply