বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় বরিশাল বিভাগের ১৫ লাখ পল্লী বিদ্যুতের (আরইবি) গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বিদ্যুৎ সরবরাহ লাইনের ওপর গাছের ডালপালা ভেঙে পড়ায় পল্লী বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে মঙ্গলবার ( ২৫ অক্টোবর) বিকেল পর্যন্ত প্রায় ৪০ ভাগ গ্রাহকের বিদ্যুৎসংযোগ সচল করা গেলেও এখনো ৬০ ভাগ গ্রাহক অন্ধকারে। বিদ্যুৎ না থাকায় অন্তত ১৫ লাখ গ্রাহক এখনো অন্ধকারে রয়েছে।
আরইবির বিভাগীয় কর্মকর্তারা জানান, পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন, যন্ত্রপাতি ও অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ২ কোটি ৯৬ লাখ টাকার। সরবরাহ লাইন সচল করার কাজ চলছে। তবে বিভাগের পুরো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সময় লাগবে। বরিশাল বিভাগের ছয় জেলায় ছয়টি সমিতির আওতায় ২৩ লাখ ৬৯ হাজার ৯৬৬ জন গ্রাহক রয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রোববার থেকেই বৈরী আবহাওয়া ও প্রবল বর্ষণে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন, স্টেশনসহ অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এতে বিভাগের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।
মঙ্গলবার ( ২৫ অক্টােবর ) সকাল থেকে এসব লাইন মেরামত করছেন পল্লী বিদ্যুতের কর্মী ও প্রকৌশলীরা। একই সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় ভেঙে ও উপড়ে পড়া গাছ অপসারণ করা হচ্ছে। এতে মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রায় ৪০ ভাগ গ্রাহকের বিদ্যুৎসংযোগ সচল করা গেলেও এখনো ৬০ ভাগ গ্রাহক অন্ধকারে।
পল্লী বিদ্যুতের বরিশাল বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে পড়ে সরবরাহ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে ৩৩২টি পুল বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ক্রস আর্ম ভেঙে গেছে ৫৮২টি, ট্রান্সফরমার অকেজো হয়েছে ১১৯টি, ৩ হাজার ৮৩টি স্থানে সঞ্চালন লাইনের তার ছিঁড়ে গেছে, মিটার অকেজো হয়েছে ৪৯৫টি এবং ইনস্যুলেটর ক্র্যাক হয়েছে ৪৯৫টি। এতে আর্থিক ক্ষতির হয়েছে ২ কোটি ৯৬ লাখ টাকা।
বিদ্যুৎ না থাকায় অন্তত ১৫ লাখ গ্রাহক এখনো অন্ধকারে রয়েছে। ফলে এসব এলাকার মানুষের জীবনযাত্রা থমকে আছে। বিদ্যুৎ না থাকায় এসব এলাকায় ইন্টারনেট পরিষেবাও ব্যাহত হচ্ছে। যেসব এলাকায় মঙ্গলবার দুপুরের পর বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে, সেসব এলাকাতেও ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়া করছে।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় বরগুনা জেলায় মঙ্গলবার বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি চালু হয়নি। ফলে এই জেলার পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা চরম ভোগান্তিতে আছেন।
বরগুনা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আকবর আলী শেখ বলেন, ঝোড়ো বাতাসের কারণে বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় লাইনের ওপর গাছ পড়ে আছে। সেগুলো পুরোপুরি অপসারণ করা না হলে বিদ্যুৎ সরবরাহ চালু করা যাচ্ছে না। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ হয়েছে।
পল্লী বিদ্যুতের বরিশাল বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী দীপঙ্কর মণ্ডল বলেন, ‘ঝড়ে আমাদের অঞ্চলের পল্লী বিদ্যুতের পুরো নেটওয়ার্ক বিকল হয়ে গেছে। আমরা কাজ করে মঙ্গলবার ৪০ ভাগ এলাকায় বিদ্যুৎ সচল করেছি। বাকিটা সচল করতে আমরা কাজ করে যাচ্ছি। লাইনের ওপর অসংখ্য গাছ পড়েছে। সেগুলো অপসারণ করতে বেগ পেতে হচ্ছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply