বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, শুভব্রত দত্ত : আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে যেন দম ফেলার সময় নেই মৃৎ শিল্পীদের। সুনিপুণ হাতে মাটি ও রং তুলির ছোঁয়ায় দেবীকে রাঙিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। পূজা উদযাপন কমিটি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি, কমিউনিটি পুলিশিং কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য নিজ নিজ জায়গা থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার।
বরিশাল নগরীর বেশ কয়েকটি মন্ডপে সরেজমিনে দেখা গেছে, সনাতন ধর্মালম্বীদের এ দুর্গোৎসবকে প্রাণবন্ত ও পরিপূর্ণভাবে উদযাপন করতে প্রায় প্রতিটি মন্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। মাটি দিয়ে সুনিপুণ হাতে তৈরী করছেন কারু কাজ করা অলঙ্কার। আর সেই অলঙ্কার দুর্গা প্রতিমার শরীরে জড়িয়ে দিয়ে সাজিয়ে তুলছেন অনন্যা রূপে।
এব্যপারে রাজবাড়ি থেকে আসা মৃৎ শিল্পী নিতাই পাল ও অশোক পাল জানান, আসন্ন ৬ অক্টোবর ষষ্টী পূজার মাধ্যমে শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। খড়কুটা,পাটসুতা, বাঁশ ও মাটি দিয়ে কাঠামো তৈরীর মধ্যে দিয়েই প্রথম প্রকাশ হয় শিল্পীদের দুর্গা প্রতিমা তৈরীর দক্ষতা। দুর্গোৎসবের আসন্ন । সঠিক সময়ের মধ্যে প্রতিমা তৈরী করে ভক্তদের মাঝে তা প্রতি স্থাপনের জন্য ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।
নিতাই পাল ও অশোক পাল আরো জানান, চলতি বছর জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তিগত ও সার্বজনীন মিলিয়ে সর্বোমোট ২৮ টি দুর্গা প্রতিমা তৈরী করছেন তারা। সব থেকে ব্যয়বহুল প্রতিমা তৈরী করেছেন নগরীর সদর রোড জগন্নাথ দেব মন্দির ও নগরীর ফলপট্টি কালী মন্দিরটিতে। বিভিন্ন ডিজাইন ও কারুকাজ বসিয়ে প্রতিমা তৈরী করতে সময় লাগে দেড় মাস। বর্তমানে সহকারী মৃৎ শিল্পীদের নিয়ে ৬টি ভাগে ভাগ হয়ে কাজ করছে তারা। পৃথক ভাবে প্রতিনিয়ত পর্যবেক্ষণও করছি আমরা দু’জন।
অশোক পাল আরো জানান, দীর্ঘ প্রায় ২০ বছরের বেশি সময় যাবত প্রতিমা তৈরী করে আসছি। দুর্গা প্রতিমা ছাড়াও সকল ধরনের প্রতিমা তৈরী করছি আমি। তবে বর্তমানে দ্রব্য মূল্যের সাথে তাল মিলিয়ে দাম বৃদ্ধি পেয়েছে রং, তুলি ও সাজসজ্জার। সেই তুলনায় প্রতিমা তৈরীর মজুরি পাই অনেক কম।
এ বিষয়ে পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল সাহা জানান, অশুভ শক্তি বা অসুর শক্তির বিনাস ঘটিয়ে শুভ সুর শক্তির প্রতিষ্ঠা করাই দুর্গাপূজার মূল দর্শন। উঁচু-নিচুর বিভেদ ভুলে সমাজের সবস্তরের মানুষকে একত্রিত করে মহা-সম্মেলন ঘটানো হয় বলে এ পূজাকে বলা হয় সার্বজনীন দুর্গাপূজা। বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির দেশ। এখানে আমরা শান্তিপূর্ণভাবে সব ধরনের পূজা, উদ্যাপন করতে পারি। তবে এ বছর শারদীয় দূর্গা পূজার ব্যয় একটু বেশি।
গোপাল সাহা আরো জানান, শারদীয় দুর্গোৎসব সফল করতে প্রায় প্রতিদিন সরকারি-বেসরকারি সংস্থা ও সে¦চ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় সভাসহ সকল প্রকার প্রস্তুতিমূলক আলোচনা চলছে।
এ প্রসঙ্গে মেট্রোপলিটন (বিএমপি) পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম জানান, ইতিমধ্যে নগরীর বিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে এক সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার সঙ্গে সভা করেছেন। মহানগরীর প্রতিটি পূজাম-পে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করা, স্বেচ্ছাসেবক মোতায়ন করা, ট্রাফিক ব্যবস্থাপনা ও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন, প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply