বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠতম পুত্র কাজী অনিরুদ্ধর বড় ছেলে কাজী অনির্বাণ মারা গেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সুইজারল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কাজী নজরুল ইসলামের সন্তানদের পরিবারের যে শাখাটি পশ্চিমবঙ্গের কলকাতায় থাকতেন, কাজী অনির্বাণ ছিলেন তারই অন্যতম সদস্য। কবির নাতনি ও সুপরিচিত শিল্পী খিলখিল কাজীও তার ভাই কাজী অনির্বাণের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তবে কী পরিস্থিতিতে আচমকা তার মৃত্যু হলো, সুইজারল্যান্ডে তিনি বেড়াতে না কি অন্য কোনও কাজে গিয়েছিলেন– সেটা এখনও স্পষ্ট নয়। তবে সুইজারল্যান্ডে সে সময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন এবং তারা দিনকয়েক আগেই সে দেশে যান।
গত বছর (২০২৩) কাজী নজরুলের বিখ্যাত রচনা ‘কারার ওই লৌহকপাটে’ বিখ্যাত কম্পোজার এ আর রহমানের দেওয়া সুরকে কেন্দ্র করে যে তুমুল শোরগোল তৈরি হয়েছিল, সেই বিতর্কের কেন্দ্রেও চলে এসেছিলেন কাজী অনির্বাণ।
তখন অভিযোগ উঠেছিল, বলিউডের ‘পিপ্পা’ ছবিতে ওই গানটি ব্যবহার করার জন্য সিনেমাটির নির্মাতাদের সঙ্গে কাজী অনির্বাণের উদ্যোগেই চুক্তি করা হয়েছিল এবং তাতে গানটির সুর বদলেরও অনুমতি দেওয়া হয়েছিল।
২০২১ সালে করা চুক্তিতে অবশ্য সই করেছিলেন কাজী অনির্বাণের মা ও নজরুলের পুত্রবধূ কল্যাণী কাজী। চুক্তিতে গানটির রয়্যালটি বাবদ পরিবারকে ২ লাখ রুপিও দেওয়া হয়েছিল। এ আর রহমানের সুরারোপিত গানটি প্রকাশিত হওয়ার আগেই অবশ্য গত বছরের মে মাসে কল্যাণী কাজী মারা যান।
গত বছরের নভেম্বরে কাজী অনির্বাণ ছাড়া পরিবারের বাকি সদস্যরা কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছিলেন, এই চুক্তির কথা তারা ঘুণাক্ষরেও জানতেন না। কাজী অনির্বাণের নিজের ভাই কাজী অরিন্দমও সেখানে উপস্থিত ছিলেন।
প্রয়াত কাজী অনির্বাণ ব্যক্তিগত জীবনে ছিলেন একজন চিত্রশিল্পী। তিনি কলকাতার কাছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন, তার স্কুলের প্রাক্তনীদের পক্ষ থেকেও তার প্রয়াণে একটি শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে। সূত্র : বাংলা ট্রিবিউন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply