বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, মো: সবুজ, বাউফল : পটুয়াখালীর বাউফলে যুবদল নেতা সাইফুল ইসলামের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার (০৫ অক্টোবর) দুপুর ১টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুবদল নেতা সাইফুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে যুবদল নেতা সাইফুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সাথে জড়িত রয়েছি। এবং আমি ঢাকা তেজগাঁও শিল্পাঞ্চল ৩নং ওয়ার্ডের সাবেক যুবদল সভাপতি। আমি ঢাকাতে বসবাস করি। শারীরিক অসুস্থতার কারনে বাড়িতে আসি। শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে আমার বাড়িতে ছাত্রলীগ নেতা মাহামুদের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার ওপর হামলা চালায় এবং আমার বাড়িঘর ভাঙচুর করে। পাশাপাশি আমাকে জীবননাশের হুমকি দেয়। এব্যাপারে আমরা যৌথ বাহিনীকে অবহিত করি।
এর আগে ছাত্রলীগ নেতা মাহামুদ মামার জোরে আমাদের এলাকার ১০/১২ জন গরীব অসহায় লোকের ফেয়ার কার্ড জব্দ করেন। এর প্রতিবাদে আমার চাচা আলমাচ ফকির ১লা অক্টোবর উপজেলা প্রশাসনের বরাবর লিখিত অভিযোগ করেন। আর সেই অভিযোগের ভিত্তিতে আমার ও আমার পরিবারের ওপর হামলা চালানো হয়।
এ ব্যাপারে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো.বশির গাজী বলেন, আমি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply