বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বাংলাদেশী সাংস্কৃতি’র বিকাশ ও সমৃদ্ধির লক্ষ্যে বরিশালে আত্মপ্রকাশ হচ্ছে “বাঙলাদেশী সাংস্কৃতিক জোট”। বরিশাল শিল্পকলা একাডেমীর উম্মুক্তমঞ্চে “বাংলাদেশী সাংস্কৃতি’র ধারক-বাহক স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সংগঠকদের নিয়ে প্রস্তাবিত “বাঙলাদেশী সাংস্কৃতিক জোট” গঠন বিষয়ে উম্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল শিল্পকলা একাডেমীর উম্মুক্তমঞ্চে অতিসম্প্রতি আয়োজিত সভার সভাপতিত্ব করেন সাংস্কৃতিক সংগঠক এস এম সাব্বির নেওয়াজ সাগর।
সুসংগঠিত ভাবে “বাংলাদেশী সাংস্কৃতি’র বিকাশ ও সমৃদ্ধির লক্ষ্যে সভায় সর্বসম্মতভাবে “বাঙলাদেশী সাংস্কৃতিক জোট” নামে একটি সার্বজনীন দেশজ সাংস্কৃতিক জোট গঠনের সিদ্ধান্ত হয়। এবং আগামী ৭ই নভেম্বর “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উদযাপন উপলক্ষে বিশিষ্ট রাজনীতিবিদ ও সুশীল সমাজের অংশগ্রহনে, আমাদের জাতীয় জীবনে ‘৭৫ এর ৭ই নভেম্বর স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সিপাহী-জনতার অংশগ্রহণে সংঘটিত “বিপ্লব ও সংহতি দিবস” এর গুরুত্ব ও তাৎপর্য- বিষয়ক আলোচনা ও গণসঙ্গীতের আয়োজনের মাধ্যমে আত্মপ্রকাশ করার সিদ্ধান্ত গৃহিত হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply