বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : আগামী বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর সুযোগ্য উত্তরসূরী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন মহলে তাঁর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি এবারে জােরেশারে নানা আলোচনায় আলোচিত হচ্ছে।
বেশ কয়েক দিন ধরে আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত বরিশাল শহরে অবস্থান করছেন। শুক্রবার (২৮ অক্টোবর) বরিশাল নগরীর বটতলা হাজী ওমর শাহ জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। নামাজ শেষে তিনি মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন।
এদিকে, আগামী বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে খোকন সেরনিয়াবাত মেয়র প্রার্থী হতে পারেন মহল বিশেষে এরকম গুঞ্জন চলছে। রাজনৈতিক অন্ধরমহলে আলোচনায় আলোচিত হচ্ছে বিষয়টি।
এ বিষয়ে আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত সাংবাদিকদের বলেন, আমি রাজনৈতিক পরিবারের সন্তান। রাজনীতি আমার রক্তে বহমান। আমি সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাসী। তিনি বলেন, আপা (প্রধানমন্ত্রী) যা চাইবেন তা হবে।
বলাবাহুল্য : সদ্য স্বাধীন দেশের অগ্রযাত্রাকে চিরতরে নিস্তব্ধ করে দেওয়ার সুদীর্ঘ চক্রান্তের অংশ হিসেবে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, দেশি-বিদেশি অপশক্তি এবং ঘাতকচক্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর বিশ্বস্ত মানুষদের ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করেছিল। সেই নির্মম রাতে জাতির পিতার অতি আস্থাভাজন ও তৎকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রশাসন, ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব ও বন্যানিয়ন্ত্রণ, পানিসম্পদ ও বিদ্যুৎ মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাতের সরকারি বাসভবনে আক্রমণ করে নৃশংস হত্যাকাণ্ড চালায় সেনাবাহিনীর বিপথগামী কতিপয় সেনা অফিসার। ২৯ নম্বর মিন্টু রোডে (বর্তমানে পুলিশ কমিশনার অফিস) আবদুর রব সেরনিয়াবাতের সরকারি বাসভবনে সেদিন ঘাতকদের গুলি শরীরে নিয়েও দৈবক্রমে বেঁচে যান তাঁর ছেলে এবং বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply