বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি হলেন সাবেক জনপ্রিয় ছাত্রনেতা বরিশাল মহানগর যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন মিন্টু। ২৯ অক্টোবর বাংলাদেশ সচিবালয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পিপি, অতিরিক্ত পিপি, জিপি এপিপি ও এজিপি নিয়োগ প্রদান করেন। এতে জাকির হোসেন মিন্টুকে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নিয়োগ প্রদান করা হয়েছে।
এদিকে, বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। পাশাপাশি জেলা জজ আদালতের জিপি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট এ.বি.এম ফজলুল হক।
উল্লেখ্য, জাকির হোসেন মিন্টু ২০০৩ সাল থেকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে সুনামের সাথে আইন পেশায় নিয়োজিত আছেন। বরিশাল নগরীর রুপাতলী ২৪ নং ওয়ার্ডের মরহুম আবদুল মন্নান মোল্লার সুযোগ্য ৫ম পুত্র তিনি। এরশাদ বিরোধী আন্দোলনে করতে গিয়ে তৎকালীন সময় কারাবরণ করেন সাবেক ছাত্রনেতা জাকির হোসেন মিন্টু। তিনি জাতীয়তাবাদী দলের রাজনীতি করতে গিয়ে স্বৈরাচার শেখ হাসিনার রোষানলে পড়ে কারাবরণ করেন। দীর্ঘ বছর তিনি বরিশাল সদর উপজেলার ৬ নং জাগুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। এরপর জেলা ছাত্রদল রাজনীতির সাথে জড়িত থেকে বরিশাল মহানগর যুবদল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ ওয়ার্ড বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থেকে স্বৈরাচার শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনে জড়িত ছিলেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply