বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশালের গৌরনদীতে মৌরি ক্লিনিকে শরীরে রক্ত নিতে এসে ক্লিনিক থেকে লাশ হয়ে ফিরলেন জাহানারা বেগম (৩৫) নামের এক গৃহবধু। নিহত গৃহবধু জাহানারা একই উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী। শনিবার দুপুরে (২৯ অক্টোবর) নিহতের স্বামী আলতাফ হোসেন এ অভিযোগ করেন।
নিহতের স্বামী আলতাফ হোসেন অভিযোগ করে বলেন, আমার স্ত্রী জহানারা বেগমের শরীরে রক্ত শূন্যতা দেখা দিলে অন্যত্র ডাক্তার দেখাই। ডাক্তার আমার স্ত্রীর শরীরে এক ব্যাগ রক্ত পুশ করার কথা বলেন। শুক্রবার বিকেলে সুস্থ অবস্থায় ডোনার নিয়ে গৌরনদীর মৌরি ক্লিনিকে রক্ত নিতে যায় জাহানারা। সেখানে রক্ত নেওয়ার সময় ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় গুরুত্বর অসুস্থ হয়ে পরে সে। পরবর্তীতে ওই ক্লিনিকে তাঁকে অপচিকিৎসা দেয়া হয়। একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি করে রোগীকে বরিশাল নিয়ে যাওয়ার পরামর্শ দেয় ক্লিনিক কর্তৃপক্ষ। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে আটটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন জাহানারা। দায়িত্বে অবহেলা ও অপচিকিৎসার বিষয়ে স্বামী আলতাফ হোসেন ক্লিনিক কর্তৃপক্ষের শাস্তি দাবি করেন।
তবে দায়িত্বে অবহেলা ও অপচিকিৎসার বিষয়টি অস্বীকার করেছেন মৌরি ক্লিনিকের পরিচালক মোঃ লিটন।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, এরআগেও ওই ক্লিনিকের বিরুদ্ধে মৌখিক অভিযোগ পেয়েছি। বেসরকারী ক্লিনিকগুলোতে তদারকি বৃদ্ধির জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে অনুরোধ জানানো হবে।
বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান জানান, এ বিষয়ে রোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এরআগে গৌরনদীর মৌরি ক্লিনিকে আসা একাধিক রোগীকে অপচিকিৎসা ও ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার জােরোশোরে অভিযোগ উঠেছে। এরমধ্যে গরীব শ্রেনীর রোগীরা লিখিত অভিযোগ কিংবা মামলা করার ঝামেলায় জড়াতে চাচ্ছেন না। আবার কেউ লিখিত অভিযোগ দেওয়ার চেষ্টা করলেও মৌরি ক্লিনিক কর্তৃপক্ষ নানান কায়দায় ম্যানেজ প্রকৃিয়ায় তাদের অপকর্ম ধামাচাপা দিয়ে আসছে। এরফলে মৌরি ক্লিনিক কর্তৃপক্ষ একের পর এক অপচিকিৎসার বিতর্কিত কর্মকাণ্ডের জন্ম দিয়ে আসলে তারা শাস্তির আওতার বাইরেও থেকে যাচ্ছে। এতে এলাকার সচেতন মহল গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply