বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : আগামী ৭ ই নভেম্বর “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উদযাপনে, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (২ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা – জাসাস এর বরিশাল বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৫ নভেম্বর জাসাস- বরিশাল বিভাগীয় কর্মীসভা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিভাগের জেলা ও মহানগর ইউনিট সমূহের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জাসাস- কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় টিম লিডার, সাবেক ঢাবি সিনেট সদস্য লিয়াকত আলী। প্রধান বক্তা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আঃ জাব্বার। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাজহারুল ইসলাম খান পায়েল। মঞ্চে উপবিষ্ট ছিলেন জাসাস- বরিশাল জেলা (দ:)’র আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর, সদস্য সচিব আহাম্মেদুল কবির বিপ্লব মোল্লা, বরিশাল জেলা (উঃ)’র যুগ্ম আহ্বায়ক, বরিশাল মহানগর আহ্বায়ক মীর তুহিন, সদস্য সচিব কামরুল আহসান রুমী, পিরোজপুর জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঝালকাঠী জেলা আহ্বায়ক ও সদস্য সচিব সহ বরিশাল জেলা (দ:)’র বাকেরগঞ্জ, বাবুগঞ্জ ও সদর উপজেলা জাসাস নেতবৃন্দ।
প্রধান অতিথি মোঃ লিয়াকত আলী তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ হচ্ছে ফ্যাসিবাদের আঁতুরঘর। ‘৭১এর চেতনা ও মূলমন্ত্র কে ভুলুণ্ঠিত এবং জন আকাঙ্ক্ষার সাথে বেইমানী করে শেখ মজিব এ দেশে সর্বাগ্রে ফ্যাসিবাদ কায়েম করে ফ্যাসিবাদের জনক হয়েছিলো। পরবর্তীতে তার উত্তরসূরী কন্যা বিশ্বের অন্যতম কুখ্যাত ফ্যাসিস্ট খুনি হাসিনা গুম-খুন-গণহত্যা-দুর্নীতি-লুটপাটের মাধ্যমে বিশ্বের রাজনৈতিক ইতিহাসে ফ্যাসিবাদের চরম মাত্রায় উপনীত হয়ে দেশটাকে তার বাপের তালুকদারীতে পরিনত করেছিলো। ফলশ্রুতিতে এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী মুক্তিকামী বিক্ষুদ্ধ সিপাহী-জনতা বিপ্লবী চেতনায় ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী দানবীয় অপশক্তিকে উৎখাত করেছে বারবার।
আগামীতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ও সুসংহত করতে সকলকে বাংলাদেশী জাতীয়তাবাদের পতাকা তলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply