বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : ঐতিহাসিক ৭ ই নভেম্বর “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উদযাপনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বরিশালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর বরিশাল জেলা দক্ষিণ শাখা নানা কর্মসূচী পালন করে আসছে। এরইধারাবাহিকতায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি-বরিশাল জেলা দক্ষিণ আয়োজিত বৃহস্পতিবার বর্ণাঢ্য র্যালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর বরিশাল জেলা দক্ষিণ এর ট্রাকযোগে দলীয় ও দেশগান পরিবেশনের মাধ্যমে শহর প্রদক্ষিণ করা হয়েছে।
এরআগে ঐতিহাসিক ৭ ই নভেম্বর “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে ৬ নভেম্বর সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর বরিশাল জেলা দক্ষিণ আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আগত বরিশাল জেলা (দ:) বিএনপি নেতৃবৃন্দ ও সুধিজন।

এরআগে শনিবার (২ নভেম্বর) ৭ ই নভেম্বর “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উদযাপনে, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা – জাসাস এর বরিশাল বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জাসাস- কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় টিম লিডার, সাবেক ঢাবি সিনেট সদস্য লিয়াকত আলী। প্রধান বক্তা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আঃ জাব্বার। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাজহারুল ইসলাম খান পায়েল। মঞ্চে উপবিষ্ট ছিলেন জাসাস- বরিশাল জেলা (দ:)’র আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর, সদস্য সচিব আহাম্মেদুল কবির বিপ্লব মোল্লা, বরিশাল জেলা (উঃ)’র যুগ্ম আহ্বায়ক, বরিশাল মহানগর আহ্বায়ক মীর তুহিন, সদস্য সচিব কামরুল আহসান রুমী, পিরোজপুর জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঝালকাঠী জেলা আহ্বায়ক ও সদস্য সচিব সহ বরিশাল জেলা (দ:)’র বাকেরগঞ্জ, বাবুগঞ্জ ও সদর উপজেলা জাসাস নেতৃবৃন্দ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply